পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তেইশের মধ্যে তদন্তে না-এগোলে ফের রাজপথে, সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: 23 তারিখের মধ্যে আরজি কর-কাণ্ডের তদন্তে অগ্রগতি না-হলে ফের পথে নামবে তৃণমূল কংগ্রেস ৷ সিবিআইয়ের উপর চাপ বাড়াতে শাসকদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে ৷

ETV BHARAT
সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 8:07 PM IST

কলকাতা, 21 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে এবার সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর পথে তৃণমূল কংগ্রেস ৷ এমনই ইঙ্গিত মিলেছে শাসকদলের সূত্রে ৷ এই ঘটনার তদন্তে অগ্রগতি না-হলে ফের তৃণমূল পথে নামবে বলে জানা যাচ্ছে ৷

এই মুহূর্তে আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল । প্রত্যেক দিনই একাধিক মিছিল মিটিং চোখে পড়ছে রাজপথে । উঠছে প্রতিবাদের ঝড় । সকলের একটাই দাবি, আরজি করের নিগৃহীতার ধর্ষণে ও খুনের বিচার । একই দাবি রাজ্যের শাসকদল তৃণমূলেরও । যেহেতু এই মুহূর্তে তদন্ত সিবিআইয়ের হাতে, তাই তারা চাইছে এই মামলার দ্রুত কিনারা করুক সিবিআই ।

আজ সিবিআইয়ের হাতে মামলা হস্তান্তরের পর আটদিন অতিবাহিত ৷ এই অবস্থায় এখনও পর্যন্ত এই মামলায় অগ্রগতি সেভাবে দেখা যায়নি । গ্রেফতার বলতে একজনই ৷ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ৷ যাকে কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল । তারপরে এখনও পর্যন্ত কারওকেই গ্রেফতার করতে পারেনি সিবিআই । সেই জায়গা থেকে এবার তৃণমূল কংগ্রেস সিবিআইয়ের উপর চাপ বাড়াতে তৎপর ।

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করের ঘটনা নিয়ে শুনানি রয়েছে । তদন্তে নেমে সিবিআই কী ধরনের তথ্য প্রমাণ পাচ্ছে, তা নিয়ে আগামিকাল দেশের শীর্ষ আদালতকে একটা রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর আগামী 23 তারিখ অর্থাৎ শুক্রবার ধৃত সঞ্জয় রায়কে আদালতে পেশ করার কথা রয়েছে ৷

সিবিআই কী বক্তব্য পেশ করবে তা দেখে নেওয়ার পর, আরও একবার রাজপথে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এমনটাই তৃণমূল সুত্রে খবর মিলেছে । শাসকদলের বক্তব্য, এক্ষেত্রে এই দু'দিনে সিবিআই যদি এই মামলায় সেভাবে এগোতে না পারে, অর্থাৎ আরজি করে নিগৃহীতার বিচার পাওয়ার পথ প্রশস্ত করতে না-পারে, সেক্ষেত্রে এই মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও রাজপথে নামবে তৃণমূল ।

এ প্রসঙ্গে শাসকদলের শীর্ষ এক নেতা তথা মন্ত্রী বলেন, "আমরা ওই জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের বিচার চাই । সিবিআই যত দ্রুত সম্ভব এই মামলার কিনারা করুক । দোষীদের কড়া থেকে কড়া সাজা দিক । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন । এই মামলা নিয়ে আমাদের কিছু নেওয়া বা দেওয়ার নেই । দোষীদের ফাঁসি চেয়েছেন তিনি । অতএব এই পদক্ষেপে যদি সিবিআই ব্যর্থ হয়, আমরা চুপ করে বসে থাকতে পারি না । কাজেই তখন আমাদের আবার পথে নামতেই হবে ।"

ফলে এটা স্পষ্ট, গত কয়েক দিন লাগাতার রাজপথে তৃণমূল কংগ্রেস কর্মসূচি পালন করার পর চলতি সপ্তাহের শেষে যদি দ্রুত এই মামলার সুরাহা না-হয়, আবারও রাজপথে দেখা যাবে শাসকদলের কর্মী এবং সমর্থকদের । প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে এদিন এমনই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ । এদিন এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, "আট দিন 165 ঘণ্টারও বেশি হয়ে গিয়েছে ৷ বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে ৷ কী করছে সিবিআই !" ফলে বোঝাই যাচ্ছে যত সময় যাচ্ছে আরজি কর মামলা নিয়ে সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details