কলকাতা, 18 নভেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের পাঁচটি ডিভিআর ও পাঁচটি হার্ডডিস্ক সিএফএসএল-এ পাঠালো সিবিআই । এবার সিএফএসএল-এর রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা ।
এর আগেও আরজি কর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠিয়েছিল সিবিআই । এবার সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছিল কি না !
গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে সেখানকার তরুণী চিকিৎসককের দেহ উদ্ধার হয় । অভিযোগ ওঠে, ওই চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ পরে তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন যে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত । তাঁকে গ্রেফতার করে পুলিশ । পরে কলকাতা হাইকোর্টের এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে ।