কলকাতা, 15 অগস্ট:আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতিয়ার সঞ্জয় রায়ের ফোন। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের থেকে উদ্ধার হওয়া ফোনের বিষয় এবার তদন্ত করছেন সিবিআইয়ের সাইবার সেল । তদন্তকারীরা জানতে চাইছেন যে, ঘটনার দিন সঞ্জয়কে কোন কোন ব্যক্তি ফোন করেছিলেন ৷
পাশাপাশি, সঞ্জয়ের ফোনের কল লিস্ট চেক করে একাধিক নম্বর পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, ফোনে রয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশকর্মী ও পুলিশ আধিকারিকদের ফোন নম্বর।
সঞ্জয়ের হোয়াটসঅ্যাপ ডিটেলস ঘেটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে সঞ্জয়ের কথাবার্তা হতো। তবে কী কথাবার্তা হতো, সেইগুলি প্রকাশ্যে আনতে চাইছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আরজি কর কাণ্ডে সিবিআই জানতে চাইছে, সঞ্জয়ের সঙ্গে আরজি কর হাসপাতালের কোন কোন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মীর ভালো সম্পর্ক ছিল ৷
মূলত, সিবিআইয়ের সাইবার সেলের গোয়েন্দারা সঞ্জয়ের মোবাইল ফোন ঘেঁটে জানতে চাইছেন, ঘটনার দিন, তার আগের দিন ফোনের লোকেশন কী ছিল । সিবিআই মূলত, জানতে চাইছেন যে ঘটনার দিন কীভাবে সে হাসপাতালে ঢুকেছিল? কোন গেট দিয়ে সঞ্জয় ঢুকলো ? এছাড়াও, সঞ্জয় হাসপাতালে ঢুকে কাদের সঙ্গে প্রথম কথা বলেছিল ?