কলকাতা, 4 ফেব্রুয়ারি: আগামিকাল, অর্থাৎ বুধবার আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলার চার্জ গঠন হতে চলেছে ৷ আজ একথা জানিয়েছে আলিপুর সিবিআই আদালত ৷
গত শনিবার আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকা দুর্নীতির মামলার তদন্তে প্রায় হাজার হাজার পাতার নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই নথি পেশ করা নিয়েই কিছুদিন আগে আদালতে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে ৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি । সেই দুর্নীতির মামলাতেই বর্তমানে সংশোধনাগারে রয়েছেন সন্দীপ ঘোষ । পাশাপাশি সংশোধনাগারে আছেন হাসপাতালের হাউস স্টাফ ও শাসকদলের নেতা আশিস পাণ্ডে-সহ পাঁচজন অভিযুক্ত ।
জানা গিয়েছে, গত বছরের 29 নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয়, সেখানেই আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি-কাণ্ডের মাথা হিসেবে দেখানো হয়েছিল সন্দীপ ঘোষকে । এই মামলায় সন্দীপ ঘোষের সঙ্গেই সংশোধনাগারে রয়েছেন হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরা । চার্জশিটে সিবিআই দাবি করা হয়েছিল যে, বিপুল অর্থের বিনিময়ে এই দু'জনকে সাড়ে 6 কোটিরও বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ । কোনও প্রকারের সরকারি নিয়ম-কানুন না মেনেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এই কাজ করিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ।
উল্লেখ্য, গত মঙ্গলবার আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে বিচারপর্ব শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, এই মামলায় নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার শেষ করতে হবে । তবে সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডে ৷ তাঁদের যুক্তি ছিল, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে যে দ্রুত বিচারপর্ব শুরুর নির্দেশ দিয়েছেন, তা পরিবর্তনের প্রয়োজন রয়েছে । কারণ 10 হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই । সেটা পড়ার জন্য সময় দরকার । দ্রুত বিচারপর্ব শুরু হলে অভিযুক্তদের পক্ষে সেই মামলায় অংশগ্রহণ করা সম্ভব হবে না ।