পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতে পেশ সন্দীপদের, ধর্ষণ-খুনে চার্জ গঠন সঞ্জয়ের বিরুদ্ধে; 11 নভেম্বর বিচার শুরু - RG KAR CASE

সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ও শিয়ালদা কোর্টে মামলাগুলির শুনানি হয় ৷ সঞ্জয় রায়, আশিস পাণ্ডে, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল-সহ অনেককে পেশ করা হয় ৷

RG kar incident
আরজি কর-কাণ্ডের শুনানি শহরে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 4:39 PM IST

Updated : Nov 4, 2024, 5:55 PM IST

কলকাতা, 4 নভেম্বর: আরজি কর-কাণ্ডে শহরে হল জোড়া শুনানি ৷ সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হল আরজি কর দুর্নীতি-কাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে । এছাড়াও একই মামলায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও ভার্চুয়ালি এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করে সিবিআই । পাশাপাশি আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে সশরীরে পেশ করা হয় সঞ্জয় রায়কে । এদিন তাঁর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে ৷

ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই । সেখানে নাম ছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের । এই ঘটনার পর থেকে চিকিৎসক সংগঠনের দাবি ছিল, যে কোনও একা ব্যক্তির পক্ষে এই জঘন্য অপরাধের ঘটনা ঘটানো সম্ভব নয় ।

সিবিআই সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল সোমবার । এ দিন শিয়ালদা আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয় । আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে 11 নভেম্বর থেকে শুরু বিচার প্রক্রিয়া ৷ প্রত্যেক দিন চলবে শুনানি ।

আদালত সূত্রে জানা গিয়েছে, এ দিন আলিপুর আদালতে ভার্চুয়াল শুনানি হয় মা তারা ট্রেডার্সের বিপ্লব সিংহ, সন্দীপ ঘোষের প্রাক্তন দেহরক্ষী আফসার আলি ও সাগরেদ সুমন ঘোষের ৷ আদালতে বিপ্লব সিংহের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ আমার মক্কেল শুধু আরজি কর নয়, কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে ও মেডিক্যাল কলেজে সরঞ্জাম সাপ্লাই করতেন ৷ এর সঙ্গে আরজি করের ধর্ষণ ও খুনের মামলার কোনও যোগ নেই ৷ বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই মামলার কোনও উন্নতি করতে পারছে না ৷ এঁদের জেলে গিয়েও সিবিআই জিজ্ঞাসাাবাদ করছে না ৷ আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে ৷"

মূলত সিবিআইয়ের গোয়েন্দাদের দাবি, তাঁরা এই আরজি কর হাসপাতালে দুর্নীতির ঘটনার তদন্তে নেমে একাধিক তথ্য-প্রমাণ জোগাড় করেছেন ৷ সেই তথ্য-প্রমাণ ঘেঁটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন যে, আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে তাঁর ডান হাত বলে পরিচিত চিকিৎসক ধৃত আশিস পাণ্ডে বকলমে সিন্ডিকেট রাজ চালাতেন ।

সিবিআইয়ের অনুমান, আশিস পাণ্ডে এবং সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে দেদার দুর্নীতি করেছেন । এছাড়াও সন্দীপ ঘোষের অপর এক সঙ্গী হেফাজতে থাকা বিপ্লব সিংহ সরকারি আইন না মেনে, কোনও প্রকারের টেন্ডারে অংশ না নিয়েই আরজি কর হাসপাতালে একাধিক কাজকর্মের বরাত পেয়েছিলেন । তাঁকে সাহায্য করেছিলেন সন্দীপ নিজেই ।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহিলারা (নিজস্ব ছবি)

অন্যদিকে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সিজিও কমপ্লেক্সের সামনে এদিন বিক্ষোভ দেখান মহিলারা ৷ আরজি করের ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের কেন চার্জশিটে নাম নেই, এই প্রশ্ন তুলে সরব হন জাগো নারী জাগো বহ্নিশিখা সংগঠনের সদস্যরা । তাঁদের আহ্বানে আজ সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি করা হয় । মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে ৷ তার আগে সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করতে এই অভিযান বলে জানালেন আন্দোলনকারী মহিলারা ।

Last Updated : Nov 4, 2024, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details