পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV Bharat / state

কলকাতার 6 হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের দিল স্বাস্থ্য দফতর - Rattirer Saathi

Rattirer Saathi Scheme of State Govt: কলকাতার ছ’টি হাসপাতালকে রাত্তিরের সাথী প্রকল্পের আওতায় নিয়ে এল স্বাস্থ্য দফতর ৷ আজ তাদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ সেই সঙ্গে এই প্রকল্পের দায়িত্বে রাখা হয়েছে কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের ৷

Rattirer Saathi Scheme of State Govt
'রাত্তিরের সাথী' নিয়ে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 27 সেপ্টেম্বর: 'রাত্তিরের সাথী' প্রকল্পে মহিলাদের কাজের সময় নিয়ে থাকা পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টে সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার ৷ এমনকি সরকারি হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী ও সিভিক ভলান্টিয়ার ইস্যুতেও মুখ পুড়েছিল রাজ্যের ৷ এবার সেই প্রকল্প নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করল স্বাস্থ্য দফতর ৷ শুক্রবার তাদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের এলাকার 6টি সরকারি হাসপাতালকে 'রাত্তিরের সাথী' প্রকল্পের আওতায় আনা হচ্ছে ৷

আর এই হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের ৷ এ দিন স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "রাজ্যপালের অনুমতিতে কলকাতা পুলিশের এলাকার চারটি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের মধ্যে সমন্বয়, পর্যবেক্ষণ ও নজরদারির জন্য 'রাত্তিরের সাথী' নামের কর্মসূচি চালু করা হচ্ছে ৷ এক্ষেত্রে প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ৷"

সেই মতো, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকছেন প্রাক্তন পুলিশকর্তা নওশাদ আলি ৷ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকছেন অনুজ হোম রায় ৷ রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন অরবিন্দকুমার মিশ্র ৷ এনআরএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ জামাল ৷ মেটিয়াবুরুজ স্টেট জেনারেল হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস চক্রবর্তীকে এবং এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন বিশ্বজিৎ রায় ৷ এরা সকলেই কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার ৷

'রাত্তিরের সাথী' নিয়ে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার যে সুপারিশ তাদের পর্যবেক্ষণে করেছিল, তারপরেই রাজ্য সরকার এ নিয়ে কাজ শুরু করে ৷ দেশের শীর্ষ আদালত এক্ষেত্রে হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব সরাসরি বেসরকারি নিরাপত্তারক্ষী ও সিভিক ভলান্টিয়ারদের উপর ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ তখন রাজ্য সরকারের তরফ থেকে বিষয়টিকে পর্যালোচনা করা হবে জানিয়েছিলেন আইনজীবী কপিল সিবল ৷

উল্লেখ্য, এই নিয়ে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে সামগ্রিকভাবে হাসপাতালগুলির নিরাপত্তা অডিটের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এবার আলাদাভাবে কলকাতার হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বও প্রাক্তন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিসি পদমর্যাদার আধিকারিকদের দেওয়া হল ৷

ABOUT THE AUTHOR

...view details