পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচ বিতর্কের মাঝে কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগে রদবদল, বদলি হলেন 4 - Garden Reach Building Collapse

KMC on Garden Reach Building Collapse: গার্ডেনরিচে দুর্ঘটনার শুরু থেকেই পৌরনিগমের আধিকারিকদের উপরই দায় ঠেলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ উদ্ধারকাজ চলার মাঝেই পৌরনিগমের বিল্ডিং বিভাগে রদবদল ৷ এর নেপথ্যে কী ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:01 PM IST

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । একাধিক বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের বদলির নির্দেশিকা জারি করা হল মঙ্গলবার । গার্ডেনরিচে বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় বাম আমলের পাশাপাশি বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপর শুরু থেকেই দায় চাপিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । তিনজনকে শো-কজও করা হয়েছে এই ঘটনার পর। এবার এল একাধিক বদলির নির্দেশ।

পৌরনিগম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেন কলকাতা পৌরনিগমের পৌর কমিশনার ধবল জৈন। তাতে বলা হয় এটি রুটিন বদলি। যদিও অদ্ভুতভাবে সেখানে দেখা যায় 8 জন ইঞ্জিনিয়ারের মধ্যে 4 জন বিল্ডিং বিভাগের। এছাড়াও আছে টাউন প্ল্যানিং বিভাগের দু'জন ও একজন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের।

নির্দেশিকা অনুসারে দেখা যাচ্ছে, বিল্ডিং বিভাগের আওতাধীন এক সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হল জঞ্জাল সাফাই বিভাগে। পরিবর্তে টাউন প্ল্যানিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে বিল্ডিং বিভাগে । বাকি তিন সাব-অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারের একজনকে এসডব্লিউএম-1, একজনকে জল সরবরাহ আর একজনকে টাউন প্ল্যানিং বিভাগে বদলি করা হয়েছে । পক্ষান্তরে আরও একজনকে টাউন প্ল্যানিং থেকে, আরেকজনকে জল সরবরাহ থেকে বিল্ডিং বিভাগে, একজনকে এসডব্লিউএম-1 থেকে বিল্ডিং বিভাগে বদলি করা হয়েছে ।

কলকাতা পৌরনিগমের দেওয়া নির্দেশিকা

গার্ডেনরিচ দুর্ঘটনার পরেই কর্মী-আধিকারিকদের উপর দায় চাপিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলের সন্ধ্যার নির্দেশ যেন সেই মনোভবকেই আরও বেশি করে বাস্তবায়ন করল বলেই মনে করছেন ইঞ্জিনিয়ারদের একাংশ। এই বদলের নির্দেশিকা এনে কাউন্সিলর বা নিজের উপর থেকে মেয়র সম্পূর্ণ দায় ঝেড়ে ফেললেন বলেই মনে করছেন অনেকে ।

আরও পড়ুন :

  1. গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে 10, জারি উদ্ধারকাজ
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে থানায় দায়ের আরও দু'টি মামলা, পুলিশি হেফাজতে ধৃত প্রোমোটার
  3. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের

ABOUT THE AUTHOR

...view details