পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

50 হাজার পকসো মামলা বকেয়া বাংলায়, তবু অচল ফাস্ট ট্র্যাক কোর্ট ! মমতাকে পালটা কেন্দ্রের - Centre Replies to Mamata Letter - CENTRE REPLIES TO MAMATA LETTER

Centre Replies to Mamata Letter: ধর্ষণ ও খুনে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠির পালটা জবাব দিয়ে আজ চিঠি পাঠালেন 50 হাজার পকসো মামলা বকেয়া বাংলায়, তবু অচল ফাস্ট ট্র্যাক কোর্ট ! মমতাকে পালটা কেন্দ্রের

ETV BHARAT
মমতাকে পালটা কেন্দ্রের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 5:55 PM IST

কলকাতা, 26 অগস্ট: রাজ্যে এখনও পকসোর আওতায় থাকা 46,800 ধর্ষণের মামলার কোনও নিষ্পত্তি হয়নি । তবু অচল বেশকয়েকটি ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পালটা জবাব দিয়ে আজ এমনটাই জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ।

আরজি কর-কাণ্ডের আবহে সম্প্রতি ধর্ষণ ও খুনে কড়া আইন তৈরির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি চিঠিতে লেখেন, দেশে ধর্ষণ ও খুনের ঘটনা ক্রমেই বাড়ছে ৷ প্রতিদিন সারা দেশে 90টি করে ধর্ষণের ঘটনা ঘটছে । এই অবস্থায় এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কড়া আইন প্রয়োজন । প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 15 দিনের মধ্যেই এই সমস্ত ঘটনার বিচার করে সাজা নিশ্চিত করার কথাও লেখেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর লেখা সেই চিঠির জবাব দিয়ে আজ বাংলার বিরুদ্ধে পালটা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী । তিনি চিঠিতে উল্লেখ করেন যে, ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে পকসোর আওতায় থাকা নাবালিকাদের ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে । মূলত এই ধরনের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্যই রয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট । একাধিক রাজ্যে এই ধরনের ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে । এই ধরনের 123টি ফাস্ট ট্র্যাক আদালত রয়েছে পশ্চিমবঙ্গে । এর মধ্যে 20টি আদালত পকসো মামলা নিষ্পত্তির জন্য তৈরি করা হয়েছে । কিন্তু দেখা গিয়েছে যে, বাংলায় গত বছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে সবক'টি ফাস্ট ট্র্যাক আদালত নিষ্ক্রিয় হয়ে রয়েছে ।

চিঠিতে তাঁর দাবি, বাংলায় এখনও 11টি ফাস্ট ট্র্যাক কোর্ট নিষ্ক্রিয় হয়ে রয়েছে । পকসোর আওতায় থাকা প্রায় 50 হাজারেরও কাছাকাছি মামলা বকেয়া থাকা সত্ত্বেও এখনও 11টি ফাস্ট ট্র্যাক আদালত বাংলায় নিষ্ক্রিয় হয়ে রয়েছে । এর পাশাপাশি চিঠিতে আরও বলা হয়েছে যে, কেন্দ্রের চালু করা মহিলা হেল্পলাইন নম্বরের সুবিধাও বাংলার মহিলারা পান না, কারণ এই প্রকল্পটি বাংলায় চালু নেই ।

ABOUT THE AUTHOR

...view details