কলকাতা, 18 জুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের একবার মানবিক বিএসএফ ও বিজিবি ৷ বাংলাদেশের আত্মীয়দের মৃত ভারতীয় ব্যক্তিকে শেষবার দেখার ব্যবস্থা করে দেওয়া হল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে ৷ মঙ্গলবার নদিয়ার বাঁশঘাটা এলাকার 107 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন নজরদারিতে এই ব্যবস্থা করা হয়েছে ৷ বিএসএফ ও বিজিবি’র যৌথ উদ্যোগে নিকট আত্মীয়কে শেষবারের মতো দেখতে পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মৃতের পরিজনেরা ৷
সূত্রের খবর, সোমবার মধ্যরাতে নদিয়ায় সীমান্তবর্তী গ্রাম বাঁশঘাটার বাসিন্দা মহম্মদ আরশাফ শেখ মারা যান ৷ তাঁর পরিবারের সদস্য ময়না শেখ সীমান্ত চৌকির বিএসএফ কোম্পানি কমান্ডারকে জানান, মহম্মদ আরশাফ শেখ মারা গিয়েছেন ৷ তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ কিন্তু, মৃতের পরিজন তথা ভাই-বোনেরা বাংলাদেশে থাকেন ৷ তিনি বিএসএফকে অনুরোধ করেন, বাংলাদেশে থাকা পরিজনরা মহম্মদ আরশাফ শেখকে শেষবারের মতো দেখতে চান ৷ সেই অনুরোধের প্রেক্ষিতে বিএসএফের কোম্পানি কমান্ডার মানবিক দিক বিবেচনা করে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ৷