পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুন না আত্মহত্যা ! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে মর্গের বাইরে হাতাহাতি আত্মীয়দের - মর্গ

Unnatural Death of Woman in Jalpaguri: গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের মর্গে হাতাহাতিতে জড়ালেন শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ির সদস্যরা ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ৷ এই ঘটনায় মৃত মহিলার বাপের বাড়ির সদস্যরা জামাইয়ের বিরুদ্ধে খুুনের অভিযোগ দায়ের করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 10:12 PM IST

জলপাইগুড়ি, 28 ফেব্রুয়ারি: আজ সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা ঝর্ণা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ যে মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের মর্গে হাতাহাতিতে জড়ালেন মৃতের বাপেরবাড়ি ও শ্বশুরবাড়ির সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ ঝর্ণা খাতুনের বাপের বাড়ি জামাই ওসমান আলির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের কাঁদোবাড়ির নামাজিপাড়ার বাসিন্দা ওসমান আলির স্ত্রী ঝর্ণা খাতুন (36) ৷ আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঝর্ণার বাপের বাড়ির লোক ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন, তাঁর দেহ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এরপর তাঁরা হাসপাতালে গেলে সেখানেও ঝর্ণার স্বামী বা পরিবারের কেউ ছিলেন না ৷ বদলে এক প্রতিবেশী সেখানে অপেক্ষা করছিলেন ৷

অভিযোগ, ওই প্রতিবেশী প্রথমে মৃত ঝর্ণা খাতুন সম্পর্কে আপত্তিজনক কথা বলতে শুরু করেন ৷ যা শুনের ঝর্ণার কাকা এবং বাপেরবাড়ির সদস্যরা রেগে যান ৷ ওই ব্যক্তিকে মারধর শুরু করেন তাঁরা ৷ ততক্ষণে ঝর্ণার স্বামী এবং বাকিরা ঘটনাস্থলে পৌঁছে যান ৷ তাঁদের সঙ্গেও হাতাহাতি শুরু হয়ে যায় ৷ হাসপাতাল চত্ত্বরে দু’পক্ষের এই হাতাহাতির জেরে শোরগোল পড়ে যায় ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঝর্ণার বাপের বাড়ির অভিযোগ, ওসমান আলির বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল কোচবিহারের এক মহিলার সঙ্গে ৷ যা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত ৷ তাঁরা বহুবার ওসমানকে বোঝানোর চেষ্টা করলেও, তিনি কারও কথা শোনেননি ৷ সেই কারণেই ওসমান ঝর্ণা খাতুনকে খুন করেছেন বলে অভিযোগ করা হয়েছে ৷ এনিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ৷ পুলিশ ওসমান আলি এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
  2. তৃণমূল উপপ্রধানকে গুলি করে খুন, এলাকায় উত্তেজনা; অভিযুক্তের বাড়ি ভাঙচুর
  3. কোন্নগরে নাবালক খুনে কারণ কি শুধুই সমকামিতা, নাকি অন্য স্বার্থ ! কী মত মনোবিদের ?

ABOUT THE AUTHOR

...view details