কলকাতা, 15 মে: সন্দেশখালিতে নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ায় এ বার কলকাতা হাইকোর্টে মামলা করলেন জেলবন্দি বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি । মঙ্গলবার তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বসিরহাট আদালত । সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মাম্পি । এ দিকে, পৃথক এক আবেদনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ দুটি মামলারই শুনানি আগামিকাল ৷
তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথমে সব জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছিল । কিন্তু তিনি জামিন চাইতে গেলে পুলিশ শেষ মুহূর্তে জামিন আযোগ্য ধারা যুক্ত করে । আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় । এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন পিয়ালি ৷ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি ।
সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস জোর করে ধর্ষণের অভিযোগ লিখিয়েছেন বলে অভিযোগ করেন সন্দেশখালির এক গৃহবধূ । পুলিশকে তিনি জানান, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি । পরে অভিযোগ তুলে নিতে চাইলে বিজেপির তরফে তাঁকে শাসানোও হয় বলে অভিযোগ । একইসঙ্গে, স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের যে স্টিং ভিডিয়ো সামনে এসেছে, সেখানেও তিনি মাম্পি দাসের নাম উল্লেখ করেছেন ।
অন্যদিকে, সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে মামলা করেছেন হাইকোর্টে । পৃথক আবেদনে তাঁর আইনজীবীর দাবি, তাঁর বিরুদ্ধে এমন কত মামলা আছে তার তালিকা দিক পুলিশ । একইসঙ্গে, তিনি রেখা পাত্রকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে । সেই মামলারও শুনানি বৃহস্পতিবার ৷
আরও পড়ুন:
- আদালতে আত্মসমর্পণ পিয়ালি দাসের, 7 দিনের জেল হেফাজতের নির্দেশ
- শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র
- অশান্ত সন্দেশখালি, বিধায়কের সামনে তৃণমূল নেতাকে 'মার' বিজেপি'র মহিলা কর্মীদের