কলকাতা, 10 জুলাই: বানভাসী উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগ আরও বাড়বে উত্তরে ৷ বিশেষ করে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ লাল সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং ও কোচবিহারে ৷
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা (ইটিভি ভারত) বুধবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ ও সর্বনিম্ন 63 শতাংশ।
প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে । বৃষ্টির পরিমাণ হতে পারে 200 মিলিমিটারের বেশি ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়।"
এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ।