পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজার থেকে 7 কোটি তোলেন তাপস-কুন্তল, আর কী বিস্ফোরক তথ্য পেল সিবিআই ? - SSC Recruitment Scam

একই সময়ে বাজার থেকে 7 কোটি টাকারও বেশি তোলেন তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে সিবিআইয়ের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 5:39 PM IST

কলকাতা, 17 এপ্রিল:নিয়োগ দুর্নীতি কাণ্ডে একই সময়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ প্রায় সাত কোটিরও বেশি টাকা বাজার থেকে তুলেছেন । এই মামলার তদন্ত করতে গিয়ে এ বার এমনই বিস্ফোরক তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ।

জানা গিয়েছে, এই ঘটনার আগেই ধৃত তাপস মণ্ডল মাত্র এক বছরেই চার কোটি টাকা হাতিয়েছিলেন । এমনই দাবি সিবিআইয়ের । অভিযোগ, 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তাঁর রাখা আটজন এজেন্টের মাধ্যমে 141 জনের কাছ থেকে প্রায় 4 কোটি 12 লক্ষ 85 হাজার টাকা আত্মসাৎ করেছেন । তার মধ্যে থেকে অভিযুক্ত কুন্তল ঘোষকে 5 কোটি 23 লক্ষ টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল । সিবিআইয়ের দাবি, প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষও তাঁর তিনজন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে 3 কোটি 23 লক্ষ টাকা তুলেছিলেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ৷

সিবিআইয়ের দাবি, পরে কাজকর্মের দায়িত্ব বেড়ে যাওয়াতে তাপস মণ্ডল নিজেই কয়েকজন সাব এজেন্টকে কাজে রেখেছিলেন । তাঁদের মাধ্যমেই মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হত । ইতিমধ্যেই তদন্ত নেমে যে সব চাকরিপ্রার্থী তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের একটি নামের তালিকা তৈরি করেছেন সিবিআইয়ের আধিকারিকরা । পরবর্তী সপ্তাহে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং তাঁদের বয়ান রেকর্ডও করতে পারেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই
  2. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই
  3. পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্যের জের, শুভেন্দুকে আইনি নোটিশ পার্থ ভৌমিকের

ABOUT THE AUTHOR

...view details