কলকাতা, 17 এপ্রিল:নিয়োগ দুর্নীতি কাণ্ডে একই সময়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ প্রায় সাত কোটিরও বেশি টাকা বাজার থেকে তুলেছেন । এই মামলার তদন্ত করতে গিয়ে এ বার এমনই বিস্ফোরক তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ।
জানা গিয়েছে, এই ঘটনার আগেই ধৃত তাপস মণ্ডল মাত্র এক বছরেই চার কোটি টাকা হাতিয়েছিলেন । এমনই দাবি সিবিআইয়ের । অভিযোগ, 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তাঁর রাখা আটজন এজেন্টের মাধ্যমে 141 জনের কাছ থেকে প্রায় 4 কোটি 12 লক্ষ 85 হাজার টাকা আত্মসাৎ করেছেন । তার মধ্যে থেকে অভিযুক্ত কুন্তল ঘোষকে 5 কোটি 23 লক্ষ টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল । সিবিআইয়ের দাবি, প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষও তাঁর তিনজন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে 3 কোটি 23 লক্ষ টাকা তুলেছিলেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ৷