গার্ডেনরিচের ঘটনায় 'অবৈধ' জল্পনা উড়িয়ে ফিরহাদ বললেন 'বাম জামানা থেকেই বেআইনি নির্মান' কলকাতা, 18 মার্চ:বেআইনি নির্মাণের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের ৷ গার্ডেনরিচ বহুতল দুর্ঘটনায় প্রশ্ন অনেক ৷ মধ্যরাতে ঝুপড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে 5 তলার বহুতল ৷ গার্ডেনরিচের ঘটনায় প্রশ্ন উঠছে বেআইনি নির্মান ঘিরে ৷ অভিযোগ খোদ স্থানীয়দের, এই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ কাজ চলছে ৷ গোটা বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের উপর প্রশ্ন তুলল বিজেপি ৷ ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা ইন্দ্রনীল খান একহাত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে ৷ তিনি জানান, এই বেআইনি নির্মাণের বাড়-বাড়ন্ত কীভাবে ৷ আর কতদিন মানুষ বেআইনি নির্মাণের বলি হবেন ৷ এই প্রশ্নের উত্তর প্রশাসান থেকে কলকাত পৌরনিগমকে দিতে হবে ৷ যদিও এই সমস্ত অভিযোগকে উড়িয়ে ফিরহাদ হাকিমের দাবি, বেআইনি নির্মাণ বাম জামানা থেকেই হয়ে আসছে । ওই বহুতল বেআইনি ভাবে হচ্ছিল বলে স্বীকার করেছেন মেয়র ফিরহাদ। যার দায় তিনি চাপালেন বাম আমলের উপর। জানালেন অভিযুক্ত প্রোমোটারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।
এদিন ঘটনাস্থলে ঘুরে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই তিনি বলেন, " পুলিশকে বলা হয়েছে প্রোমোটার কে গ্রেফতার করার জন্য এটা বেআইনি বাড়ি হচ্ছিল , আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব । " যদিও ঘটনায় দায় কাউন্সিলর বা নিজের ঘাড়ে নিতে চাননি ফিরহাদ। পালটা যুক্তি দিলেন, " বাম আমলে এইসব বেআইনি বাড়ি তৈরি হতো । আমাদের সময়ে নিয়ম অনেক বেশি সহদজ হয়েছে । বেআইনি নির্মাণের প্রশ্নই নেই।" ।
এদিন খবর শুনে ভোর 3.15 মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ। তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন ৷ নিজে উদ্ধার কাজে হাত লাগান । কোথায় কী ধরনের সাহায্যের প্রয়োজন রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখেন বিজেপি নেতা। এক্স হ্যন্ডেলে পোস্ট করে জানান, যে বাড়িটি ভেঙে পড়েছে সেটি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে । বাড়িটি আজার মোল্লা বাগান এলাকায় অবস্থিত । গার্ডেনরিচ, তপসিয়া ও তিলজলা মিলিয়ে শহরের আরও অন্যান্য জায়গায় এই ধরনের একাধিক অবৈধ বাড়ির নির্মান করা হয়েছে। এই নিয়ে কলকাতা পৌর নিগমকে জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান ৷
অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন ৷ দুর্ঘটনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানেই প্রশ্ন তোলেন, মেয়রের এলাকায় কীভাবে এত বড় বেআইনি নির্মান চলছে ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গার্ডেররিচের যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটি মেটিয়াব্রুজের হাজারি মোল্লা বাগানের কলকাতা পৌরনিগমের 134 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন যে ,যেন অবিলম্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট দল কলাজাট পুলিশ দমকল সহ অন্যান্য প্রয়োজনীয় আপদকালীন পরিষেবাকে ঘটনাস্থলে পাঠিয়ে যেই মানুষগুলো বাড়ির নিচে চাপা পড়ে রয়েছে তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়।" মেয়রের নাকের ডগায় এই এলাকায় কীভাবে বেআইনি নির্মাণ চলেছে তা নিয়েই কটাক্ষ করেন ৷
আরও পড়ুন: