পশ্চিমবঙ্গ

west bengal

আমিই আসল ভূমিপুত্র, শিলিগুড়ি পৌঁছে মন্তব্য দ্বিতীয়বার প্রার্থী হওয়া রাজু বিস্তার - Lok Sabha Elections

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 2:44 PM IST

Raju Bista Election Campaign: দ্বিতীয়বারের জন্য রাজু বিস্তাকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি ৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর প্রথম শিলিগুড়ি পৌঁছতেই উচ্ছ্বাস দেখা গেল কর্মী-সমর্থকদের মধ্যে ৷ কী বললেন খোদ প্রার্থী ?

Etv Bharat
Etv Bharat

রাজু বিস্তার বক্তব্য

দার্জিলিং, 26 মার্চ: "যে যাই বলুক, আমিই আসল ভূমিপুত্র । আর এই ভিড়ই তার প্রমাণ ।" মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ভূমিপুত্র ইস্যুতে এমনটাই জবাব দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা । এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । জোট শরিক তো বটেই, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে দেখা গেল মতুয়া সম্প্রদায় থেকে পাহাড় ও সমতলের মানুষের ঢল ।

পরিস্থিতি সামাল দিয়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী । বিমানবন্দর থেকেই রোড শো-য়ের মাধ্যমে প্রচার শুরু করেন রাজু বিস্তা । সঙ্গে ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল-সহ অন্যান্যরা ৷

এদিন বিমানবন্দর থেকে বিহার মোড় হয়ে মাল্লাগুড়ি পর্যন্ত রোড শো করেন তিনি । এরপর মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দেন । তাঁকে দ্বিতীয়বার প্রার্থী করায় গেরুয়া শিবির নির্বাচনের লড়াইটা অনেকটা এগিয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল । যদিও তাঁকে বহিরাগত তকমা দিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ।

এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "আমার উপর দ্বিতীয়বার আস্থা রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই । দ্বিতীয়বার পাহাড়বাসীকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য নেতৃত্বকে ধন্যবাদ । আমরা খুব দ্রুত পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করব । আমরা সমাধানের দোরগোড়ায় রয়েছি । পাহাড়ের সমস্যার সমাধান, সাংবিধানিক স্বীকৃতি যদি কেউ দিতে পারে তাহলে সেটা বিজেপিই দিতে পারে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেবেন ।"

এরপর ভূমিপুত্র ইস্যুতে তাঁর বক্তব্য, "নির্বাচনে যে কেউ লড়াই করতে পারে । কিন্তু যে মানুষের মাঝে থেকে কাজ করে সেই আসল ভূমিপুত্র । আর আমিই আসল ভূমিপুত্র । এই ভিড় রাজু বিস্তার টানে এসেছে ৷"

আরও পড়ুন :

  1. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
  2. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা
  3. 'বিস্তা আমার প্রার্থী নন', বিদ্রোহ ঘোষণা করে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপি বিধায়কের

ABOUT THE AUTHOR

...view details