দার্জিলিং, 26 মার্চ: "যে যাই বলুক, আমিই আসল ভূমিপুত্র । আর এই ভিড়ই তার প্রমাণ ।" মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ভূমিপুত্র ইস্যুতে এমনটাই জবাব দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা । এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । জোট শরিক তো বটেই, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে দেখা গেল মতুয়া সম্প্রদায় থেকে পাহাড় ও সমতলের মানুষের ঢল ।
পরিস্থিতি সামাল দিয়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী । বিমানবন্দর থেকেই রোড শো-য়ের মাধ্যমে প্রচার শুরু করেন রাজু বিস্তা । সঙ্গে ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল-সহ অন্যান্যরা ৷
এদিন বিমানবন্দর থেকে বিহার মোড় হয়ে মাল্লাগুড়ি পর্যন্ত রোড শো করেন তিনি । এরপর মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দেন । তাঁকে দ্বিতীয়বার প্রার্থী করায় গেরুয়া শিবির নির্বাচনের লড়াইটা অনেকটা এগিয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল । যদিও তাঁকে বহিরাগত তকমা দিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ।