পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি বিরোধীরা রাষ্ট্রদ্রোহী, রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে পালটা কটাক্ষ রথীনের - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami 2024: লোকসভা ভোটের মুখে ফের অস্ত্র-সহ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক । তৃণমূলকে এই নিয়ে কটাক্ষ করলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তাঁর নিশানায় ছিল অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিকদলগুলিও ৷

Ram Navami 2024
Ram Navami 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 3:03 PM IST

হাওড়ায় রামনবমীর মিছিল

হাওড়া, 17 এপ্রিল: রামনবমীর দিনে অস্ত্র-সহ মিছিল নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়ে বিজেপি ৷ অস্ত্র নিয়ে মিছিলের সমালোচনা করে সরব হয় তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দল ৷ এবার তারই পালটা দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ভারতের সনাতনীদের উপর রাষ্ট্রদ্রোহী শক্তির বারবার আক্রমণের চেষ্টা করছে । সনাতন ধর্মে অস্ত্র পূজা অতি প্রাচীন রীতি, যা সমগ্র ভারতের সনাতন ধর্মালম্বী পরিবার পালন করে আসছেন ।"

বুধবার রামনবমীতে হাওড়ার রামরাজাতলার রাম মন্দির থেকে শোভাযাত্রা বের হয় ৷ তাতে অংশ নেন হাওড়ার বিজেপি প্রার্থী । রামনবমীর দিনে অস্ত্র মিছিলকে সমর্থন করে তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র ও অস্ত্র শক্তির পূজা অতি সনাতন । ভারতের উত্তর, মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সনাতনী পরিবারের সদস্যরা এর পূজা করে আসছেন, এটা নতুন কিছু না । এটা পূজার অঙ্গ, তাই এর অঙ্গ ছেদ করে এটা করা যায় না । ঠিক যেমন মাতৃশক্তির পূজাতে তার দশ অঙ্গের শক্তির উপাসনা করা হয় অস্ত্র-সহ, একইভাবে এটাও পূজার অঙ্গ । এটাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা হচ্ছে ।"

রথীন চক্রবর্তী এদিন দাবি করেন, "শিখ ধর্মে পঞ্চমকার সাধনা ও পূজা করা হয়, তাতে কৃপানকেও তারা পূজা করেন । সেখানে আপনি অঙ্গ ছেদ করে পূজা করতে পারেন না ।" পাশাপাশি অস্ত্র নিয়ে শাসকদলের মিছিলকে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর কথায়,"সাঁকরাইল এলাকাতে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে মিছিল করলে তারা রামভক্ত, আর অন্যান্যরা মিছিলে অস্ত্র নিয়ে হাঁটলে তারা অভক্ত, তাদের মিছিলে অঙ্গচ্ছেদ করতে হবে, এটা চলতে পারে না । এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে, আমি এর তীব্র প্রতিবাদ করছি ।"

ব্যারাকপুরে আজ রামনবমী উপলক্ষে ভাটপাড়া পৌরসভার বাবুপাড়ায় রাম মন্দিরে ও নৈহাটি বিধানসভায় গৌরীপুর চৌমাথাতে হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । এছাড়া বিজেপির পাশাপাশি আজ উত্তর হাওড়া লিলুয়ায় রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও । মহাবীর চকের হনুমান মন্দির থেকে আজ এই শোভাযাত্রা শুরু হয় । শেষ হয় হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভর্মেন্ট কোয়ার্টারে এসে । রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় , অরূপ রায়, ডাঃ রানা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ ।

আরও পড়ুন:

  1. হলুদ কাপড়ে 'দিব্য অভিষেক' রামলালার, অযোধ্যায় মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী
  2. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর
  3. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ

ABOUT THE AUTHOR

...view details