পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিসিটিভি ক‍্যামেরা ছাড়াই 7টি বুথে অবৈধ ভোটগ্রহণ, অভিযোগ বিজেপি প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সিসিটিভি ক‍্যামেরা ছাড়াই 7টি বুথে অবৈধ ভোট গ্রহণের অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর । দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের ছ’টি বুথ 151, 152, 153, 155, 156 ও 157-তে সিসিটিভি ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ ৷

Lok Sabha Election 2024
রথীন চক্রবর্তী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 11:02 PM IST

অবৈধ ভোট গ্রহণের অভিযোগ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী (নিজস্ব ছবি)

হাওড়া, 21 মে:পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে ৷ 7টি বুথে ক্যামেরা ছাড়াই ভোট হয়েছে ৷ বিস্ফোরক অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর ৷ খবর অনুয়ায়ী, নির্বাচন কমিশনে 239টি অভিযোগ জমা পড়েছে ৷ এরপরই একটি বৈঠক করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

অভিযোগ, একাধিক বুথে ভোট হয়েছে সিসিটিভি ক্য়ামেরা ছাড়া ৷ দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের ছয়টি বুথ 151, 152, 153, 155, 156 ও 157-তে সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ হয়েছে । সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারিকে ফোন ও হোয়াটসঅ্যাপে ইমেল মারফত অভিযোগ জানানো হয় ৷ যদিও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ প্রার্থী রথীন চক্রবর্তীর ৷

হাওড়ার বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তীর অভিযোগ, "এই বুথগুলির সবকটিতে দেখা যায় দিনের শেষে 90 শতাংশ ভোট পড়েছে । সেই ক্ষেত্রে আমি মনে করছি, সংশ্লিষ্ট বুথে অসংবিধানিক কার্যকলাপ হয়েছে । তাই আমি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সোমবার রাতে এই সাংবাদিক সম্মেলন করছি ।"

তিনি আরও বলেন, "আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠক আছে ৷ সেখানে এই 7টি বুথে ক্যামেরা ছাড়া ভোট গ্রহণের বিষয়টিকে বিশেষভাবে তোলা হবে ৷ এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের লঙ্ঘন করে নির্বাচন করা হয়েছে । পাশাপাশি আমরা সংবাদ মাধ্যমের দ্বারাও এই অভিযোগ নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে চাই ।"

উল্লেখ্য, সোমবার নির্বাচনে হাওড়া সদর কেন্দ্র থেকে একাধিক জায়গায় ছাপ্পা, বুথ জ্যামের অভিযোগ ওঠে। এছাড়াও বিরোধী দলের নির্বাচনী এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তোলা হয়। যদিও শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন:

  1. 'আমার হাওড়ার মানুষের উপর বিশ্বাস আছে', জয় নিয়ে নিশ্চিত প্রার্থী রথীন
  2. আমি হাওড়ার ভূমিপুত্র, নাম না করে প্রসূনকে খোঁচা বিজেপি প্রার্থী রথীনের
  3. চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের

ABOUT THE AUTHOR

...view details