পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নীলরতন সরকারের স্মৃতিবিজড়িত জয়নগর সরকার বাড়ির রাস উৎসব

আজ রাস পূর্ণিমা ৷ বাংলার একাধিক জায়গায় পালিত হচ্ছে রাস উৎসব ৷ জয়নগরের সরকার বাড়ির রাস উৎসবে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম।

RASH YATRA 2024
নীলরতন সরকারের ইতিহাস জড়ানো জয়নগর সরকার বাড়ির রাস উৎসবে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

জয়নগর, 15 নভেম্বর: নদিয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন হয় রাস উৎসব। বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি জয়নগর উওরপাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অন্য এক কারণে। দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বনামধন্য চিকিৎসক স্যর নীলরতন সরকারের নাম। কীভাবে ? তুলে ধরল ইটিভি ভারত ৷

দু'শো বছর ধরে জয়নগর উওরপাড়ার সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে দুর্গোৎসব। পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করেন রাস উৎসব। জয়নগরে এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে ৷ কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনও পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব।

জয়নগর সরকার বাড়ির রাস উৎসব (ইটিভি ভারত)

সরকার বাড়ির রাস উৎসবে নীলরতন সরকার

কথিত রয়েছে, আজ থেকে আনুমানিক প্রায় 200 বছর আগে জয়নগর এলাকায় স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের হাত ধরে রাস উৎসবের সূচনা হয়। এই জেলারই নেতড়া এলাকায় জন্মগ্রহণ করেন চিকিৎসক নীলরতন সরকার ৷ তৎকালীন সময়ে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু জয়নগরে মামার বাড়িতে থেকেই চালিয়ে যেতেন তিনি। প্রতি বছর রাস উৎসবে জয়নগরের এই মামার বাড়িতে আসতেন ডক্টর নীলরতন সরকার।

রাস উৎসব পালন

1200 বঙ্গাব্দে কৃপারাম ঘোষের পুত্র রামজয় ঘোষ স্বপ্নাদেশ পেয়ে নন্দমূর্তি প্রতিষ্ঠা করেন। আজও সেই মূর্তিতে রাসযাত্রা হয়ে আসছে। এখন চারদিন ধরে চলে এই উৎসব। আগে জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি, মাছের বাজার বসত এখানে এক সপ্তাহ ধরে। এখন যথ সামান্য সঞ্চয়ের মধ্যে দিয়ে এই রাস উৎসবকে চালিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান বংশধরেরা। তাঁরা চান, আরও বেশি করে এলাকার মানুষ এগিয়ে আসুক এই উৎসবে ৷ আনন্দের সঙ্গে কেটে যায় রাস উৎসবের কয়েকটা দিন।

পরিবারের বর্তমান সদস্যর বক্তব্য

এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান, এই রাসপুজো হয় গোপাল জিউর, রাধা ও বিষ্ণুর মূর্তিকে সামনে রেখে ৷ আগের মতো জৌলুস আর সেরকম নেই ৷ আগে এক সপ্তাহ ধরে মেলা বসত। পুতুল নাচ, যাত্রা, বাউল, কীর্তনের অনুষ্ঠানে আশেপাশের এলাকা থেকে বহু মানুষজন জড়ো হতেন। পূর্ণদাস বাউলের মতো শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details