কলকাতা, 14 জুলাই: শেষ দিনেও জমজমাট চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'। অগণিত মানুষের ভিড়ে ভাসল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। কাশ্মীর থেকে সিকিম এমনকী লাটাগুড়িও নিজেদের জায়গায় মানুষকে স্বাগত জানাতে মরিয়া। মানুষও উপচে পড়ে খোঁজ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের।
এদিন 'বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড' এল 'রামোজি ফিল্ম সিটি'র ঘরেও। রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও এবং রামোজি ফিল্ম সিটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের চিফ ম্যানেজার হরি কৃষ্ণাণের হাতে এদিন শংসাপত্র এবং স্মারক তুলে দেন 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এর চেয়ারম্যান-সিইও সঞ্জীব আগরওয়াল। তিনি বলেন, "তিনদিনে দশ হাজার লোক এসেছেন এখানে। খুব ভালো সাড়া মিলেছে এবারও। বাঙালি ছুটি পেলেই ঘুরতে যেতে ভালোবাসে। আর সামনেই পুজো। তাই ঘোরার প্ল্যান শুরু হয়েছে এখন থেকেই ৷ ফলে, এই মেলায় এসে বিভিন্ন স্টলে গিয়ে নানা জায়গার খোঁজ খবর নিয়েছেন ভ্রমণপ্রিয়রা ৷"