কলকাতা, 17 এপ্রিল: দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে রামনবমী ৷ এই আবহে রামনবমী পালনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 103 জন ছাত্র ৷ পাওয়া গিয়েছিল পুজোর অনুমোদনও ৷ কিন্তু আচমকাই তা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷
রামনবমী পুজোর সহায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘের অভিযোগ, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও শিক্ষক সংগঠন জুটার চাপে পুজোর অনুমোদন বাতিল হয়েছে ৷ রাম নবমীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে । পুজোর সহকারী বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সদস্য সৌরভ ভট্টাচার্য বলেন, "ছেলেগুলো আবেদন করেছিল । কিন্তু এসএফআই ও জুটা-র তরফে কর্তৃপক্ষকে চাপ দিয়ে সেই অনুমোদন বাতিল করা হয় । তাঁরা ছাত্র-ছাত্রীদের ভয় দেখান । বিশ্ববিদ্যালয়ে ইফতার হয় ৷ রাধা-গোবিন্দ পুজো, এমনকি দুর্গাপুজোও হয় ৷ তাহলে রামনবমীতে বাধা কেন? যদি কোনও সমস্যা হয় কর্তৃপক্ষ প্রয়োজনে পুলিশ দেবে ৷ আয়োজকরা দায়বদ্ধ থাকবে ৷ কিন্তু তারপরেও বামপন্থীদের চাপে এই ঘটনা ঘটল ৷"