পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচমকা বাতিল অনুমোদন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বিতর্ক - Jadavpur University - JADAVPUR UNIVERSITY

Jadavpur University: রামনবমী পালনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 103 জন ছাত্র ৷ প্রথমে অনুমোদন মিললেও রাতে আচমকাই বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 7:25 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো নিয়ে বিতর্ক

কলকাতা, 17 এপ্রিল: দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে রামনবমী ৷ এই আবহে রামনবমী পালনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 103 জন ছাত্র ৷ পাওয়া গিয়েছিল পুজোর অনুমোদনও ৷ কিন্তু আচমকাই তা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷

রামনবমী পুজোর সহায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘের অভিযোগ, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও শিক্ষক সংগঠন জুটার চাপে পুজোর অনুমোদন বাতিল হয়েছে ৷ রাম নবমীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে । পুজোর সহকারী বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সদস্য সৌরভ ভট্টাচার্য বলেন, "ছেলেগুলো আবেদন করেছিল । কিন্তু এসএফআই ও জুটা-র তরফে কর্তৃপক্ষকে চাপ দিয়ে সেই অনুমোদন বাতিল করা হয় । তাঁরা ছাত্র-ছাত্রীদের ভয় দেখান । বিশ্ববিদ্যালয়ে ইফতার হয় ৷ রাধা-গোবিন্দ পুজো, এমনকি দুর্গাপুজোও হয় ৷ তাহলে রামনবমীতে বাধা কেন? যদি কোনও সমস্যা হয় কর্তৃপক্ষ প্রয়োজনে পুলিশ দেবে ৷ আয়োজকরা দায়বদ্ধ থাকবে ৷ কিন্তু তারপরেও বামপন্থীদের চাপে এই ঘটনা ঘটল ৷"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এসএফআই ৷ দলের নেতা গৌরব বর্মন বলেন, "আমরা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেছি ৷ ক্যাম্পাসে কোনও সাম্প্রদায়িক বিষ ছড়ানো যাবে না । সম্প্রীতির আবহ রক্ষা করতে হবে । কর্তৃপক্ষ প্রথমে অনুমোদন দিয়েছিল ৷ তবে পরে তাঁরা বুঝতে পারেন রাজ্যের কী পরিস্থিতি ? কোথায়-কারা-কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ আর তারপরই তাঁরা মত পরিবর্তন করেন ।"

প্রতি বছরই দেশজুড়ে পালিত হয় রামনবমী ৷ তবে এই বছর দেশবাসীর মনে উৎসাহ খানিক বেশি ৷ কারণ 22 জানুয়ারি অযোধ্যায় শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর আজ প্রথম সেখানে পালিত হচ্ছে রামনবমী ৷ এদিন দেশজুড়ে বিভিন্ন সংগঠনের তরফে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি ৷ এমনকি ভোট ব্যাঙ্কের কথা ভেবে রামনবমীর মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details