কলকাতা, 22 মে:মেঘলা আকাশ ৷ কিন্তু তা সত্ত্বেও সেভাবে দেখা মিলছে না বৃষ্টির ৷ নিম্নচাপের অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হলেও রাজ্যে তার প্রভাব পড়ার আভাস পাওয়া যায়নি। এমনকী আবহাওয়াবিদরা, ঘনীভূত নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আসার পূর্বাভাসও এখনই দিতে নারাজ । 25 মে, শনিবার ষষ্ঠ দফার ভোট রয়েছে রাজ্যে । এই দফায় মেদিনীপুরের ভোট রয়েছে। শনিবার সেখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও নির্বাচনে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও সরাসরি কিছু বলেনি আলিপুর আবহাওয়া অফিস ।
সোমনাথ দত্ত বলেন, "22 মে রাজ্যে কোনও কমলা সতর্কতা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে । 23 মে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । তবে ঝোড়ো হাওয়ার কোনও সতর্কতা নেই । উত্তরবঙ্গে আগামিকাল কোনও সতর্কতা নেই । 24 মে, শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, "25 মে, শনিবার দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় । পূর্বমেদিনীপুরে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে । 26 মে, রবিবার একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । উপকূলবর্তী জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ।" সুতরাং মেঘলা আকাশে বৃষ্টির পরিস্থিতি তৈরির আশায় অস্বস্তিকর গরমে খানিক স্বস্তি মিলতে পারে । আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং মেঘলা আকাশ গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। একমাত্র বৃষ্টিতেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব ।