পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা, প্রথমেই বিড়ি মহল্লায় পা রাহুলের - Congress

Bharat Jodo Nyay Yatra: আজ মুর্শিদাবাদে প্রবেশ করল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ আর জেলায় পৌঁছে আগে বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ বিশেষত মহিলা শ্রমিকদের থেকে তাদের সমস্যার কথা শুনলেন তিনি ৷

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:11 PM IST

মুর্শিদাবাদে কংগ্রেসের ভারত জোড়ো রাহুল গান্ধি

বহরমপুর, 1 ফেব্রুয়ারি: দ্বিতীয় দফার ন্যায় যাত্রা চলছে পশ্চিমবঙ্গে ৷ বৃহস্পতিবার সকালে কংগ্রেস গড় মুর্শিদাবাদে প্রবেশ করল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ জেলায় পৌঁছে সরাসরি বিড়ি শ্রমিকদের বাড়িতে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

বিড়ি শ্রমিকদের মাঝেই বসে পড়লেন কংগ্রেস সাংসদ ৷ কথা বললেন বিড়ি শ্রমিকদের সঙ্গে ৷ শ্রমিকরা কেমন মজুরি পান, তাদের সমস্যার কথা শুনলেন রাহুল ৷ এদিন রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তীও ৷ বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পদযাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে ৷ গতকাল রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে তরজা শুরু হয় ৷ তবে দিনের শেষে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে জানান, হুড়োহুড়ির ফলেই কংগ্রেস সাংসদের গাড়ির কাঁচ ভেঙেছে ৷

এদিকে বুধবারই বহরমপুরের প্রশাসনিক সভা থেকে ঝাঁঝাল গলায় মুখ্যমন্ত্রী বলেন, "কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করেছে বামফ্রন্ট ৷ বামফ্রন্ট বিজেপির প্রধান দালাল ৷ কংগ্রেসকে দুটো আসন দিতে চেয়েছিলাম ৷ ওরা রাজি হয়নি ৷" তিনি কটাক্ষ করে বলেন, "ওদের 42টা চাই ৷ একটাও দেব না ৷ আমি একাই লড়ব ৷ আমার ক্ষমতা আছে ৷" অন্যদিকে বামফ্রন্টের দুই শীর্ষ নেতা আজ ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছেন ৷ মিছিলে দুই দলের দলীয় পতাকা মিশে একাকার হয়ে যেতে দেখা গেল ৷

মুর্শিদাবাদে ঢুকে প্রথমেই বিড়ি মহল্লায় পা রাখেন রাহুল গান্ধি ৷ বিড়ি শিল্পীদের বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি ৷ জেলায় প্রায় 13 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে ৷ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বামেদের সাতটি সংগঠন দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে ৷ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও পদযাত্রা করেন ৷ বিড়ি শ্রমিকদের ভোট ব্যাঙ্কে কবজা করতে মরিয়া বাম কংগ্রেস ৷

আরও পড়ুন:

  1. মালদায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', বিচারবোধের লড়াইয়ে বাংলাবাসীকে সঙ্গ দেওয়ার ডাক রাহুলের
  2. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া
  3. বাংলার পুলিশ অন্ধ, রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর

ABOUT THE AUTHOR

...view details