পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আসছেন রাহুল, ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূলকে পাশে থাকার বার্তা - Congress

Rahul Gandhi in West Bengal: আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে ৷ এদিকে এর মধ্যে আগামিকাল রাজ্যে আসছেন রাহুল গান্ধি ৷ তাঁকে স্বাগত জানাতে কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে ৷

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 8:12 PM IST

রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামিকাল পশ্চিমবঙ্গে প্রবেশ করছে

শিলিগুড়ি, 24 জানুয়ারি: বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের সঙ্গে বাংলায় থাকছে না তৃণমূল ৷ বুধবার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই ৷ মুখ্যমন্ত্রীর মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতো নেতৃত্ব ৷

এই আবহে বৃহস্পতিবার রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের এই যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করবে ৷ আজই অসমে তাঁর শেষ দিন ৷ তাই এই যাত্রায় তৃণমূলকে পাশে থাকার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ৷

তিনি বলেন, "আমরা রাহুল গান্ধিকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় তোরণ, হাতগেট, হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগিয়েছি ৷ 28 জানুয়ারি রাজবংশীদের একটি অনুষ্ঠান আছে ৷ সেখানে 101টি ঢাকি থাকবে ৷ ব্যান্ড থাকবে ৷ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধিকে স্বাগত জানানো হবে ৷"

এরই সঙ্গে শঙ্কর মালাকার আরও জানালেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কংগ্রেসকে সাহায্য করছে ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির ব্যাপারে এখনও কেউ বিরোধিতা করেনি ৷ আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ বিজেপি বিরোধী শক্তি সিপিএম, তৃণমূল, আরএসপি সবাইকে আবেদন জানানো হবে ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য ৷ পুলিশ প্রশাসন খুব ভালো সহযোগিতা করছে। পৌরনিগমও সহযোগিতা করছে।"

গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এরপর নাগাল্যান্ড, অসম হয়ে কাল পশ্চিমবঙ্গে ঢুকবে এই যাত্রা ৷ 5 দিন ধরে 7টি জেলার মধ্যে দিয়ে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, মমতার মানভঞ্জনের চেষ্টা কংগ্রেসের
  2. ''ইন্ডিয়া' জোট যখন হয় তখনই মমতাকে নিয়ে সাবধানে থাকতে বলেছিলাম', জোট নিয়ে সূর্যকান্ত
  3. 'আমার সঙ্গে মমতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো', 'ইন্ডিয়া' জোট নিয়ে রাহুল

ABOUT THE AUTHOR

...view details