পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপ-ঘনিষ্ঠ টিএমসিপি নেতা বহিষ্কার হতেই প্রকাশ্যে ব়্যাগিং-ভিডিয়ো, মেদিনীপুর মেডিক্যালে 'থ্রেট কালচার' ! - Junior Doctors Ragging Video - JUNIOR DOCTORS RAGGING VIDEO

Junior Doctors Ragging Video in Midnapore Medical College: বহিষ্কার হওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুরের নেতৃত্বে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলত ব়্যাগিং ৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মুস্তাফিজুরকে বহিষ্কারের পরেই ব়্যাগিংয়ের ভিডিয়ো প্রকাশ করলেন জুনিয়র ডাক্তাররা ৷

Ragging Video in Midnapore Medical College
মুস্তাফিজুর বহিষ্কার হতেই ব়্যাগিং ভিডিয়ো প্রকাশ মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 7:35 PM IST

পশ্চিম মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে 'ব়্যাগিং কালচার' তৈরির অভিযোগ জুনিয়র ডাক্তারদের ৷ একটি ভিডিয়ো তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন ৷ যেখানে দেখা যাচ্ছে, একদল যুবককে এক লাইনে দাঁড় করিয়ে ঘোরানো হচ্ছে ৷ আর ভিডিয়োতে শোনা যাচ্ছে, অজ্ঞাত এক কণ্ঠস্বর ৷ যিনি ওই যুবকদের নির্দেশ দিচ্ছেন, মুখে কু-ঝিকঝিক আওয়াজ করে ক্যাম্পাসে ঘুরতে ৷

মুস্তাফিজুর বহিষ্কার হতেই ব়্যাগিং ভিডিয়ো প্রকাশ মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ৷ (ইটিভি ভারত)

মুস্তাফিজুর রহমান মল্লিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কার করার পরেই, ব়্যাগিংয়ের এমন নানা অভিযোগ উঠে আসছে ৷ ওই ভিডিয়োকে হাতিয়ার করে মেদিনীপুর মেডিক্যালের পড়ুয়ারা অভিযোগ করেছেন, এমনভাবেই তাঁদের উপর অত্যাচার করতেন মুস্তাফিজুর রহমান মল্লিক এবং তাঁর দলবল ৷ এই মুস্তাফিজুর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি দু’জনের ছবিও ভাইরাল হয় ৷

অভিযোগ, মুস্তাফিজুর মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ব়্যাগিং ও হুমকির একটা কালচার তৈরি করে ফেলেছিলেন ৷ আর এ সবই ছিল, শাসকশিবির তথা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণে ৷ এনিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার সুধা চন্দন সাউ অভিযোগ করেছেন, মুস্তাফিজুর এবং তাঁর দলকে নিয়ে এতটাই আতঙ্ক ছিল যে, পড়ুয়ারা কেউ এই অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস পাননি ৷ তবে, মুস্তাফিজুরকে কলেজ থেকে বহিষ্কার করার পর, সবাই সাহস করে এগিয়ে আসছেন ৷

তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যান্টি ব়্যাগিং ইউনিট রয়েছে ৷ সেখানে কেন অভিযোগ জানানো হয়নি এতদিন ? অভিযোগ, এখানেও কারণটা হল ভয় ও আতঙ্কের পরিবেশ ৷ অ্যান্টি ব়্যাগিং ইউনিটে অভিযোগ জানালে, সেই খবর মুস্তাফিজুর রহমান মল্লিকের কাছে পৌঁছে যেত ৷ আর তারপর অভিযোগকারীর সঙ্গে কী হতে পারত, তা কেউই ধারণা করতে পারছেন না ৷ তবে, এই মুহূর্তে পড়ুয়ারা ব়্যাগিংয়ের যে ভিডিয়ো প্রকাশ করেছেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে অ্যান্টি ব়্যাগিং ইউনিট ৷

এনিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক মৌসুমী নন্দী জানিয়েছেন, "যে ভিডিয়োটি পড়ুয়ারা আমাদের দিয়েছেন, সেটি অ্যান্টি ব়়্যাগিং ইউনিটের কাছে পাঠানো হয়েছে ৷ তাঁরা সব খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ৷ নিয়ম মেনে সব হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details