পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুইন্টালে বন্যার জলের হিসাব দিলেন রচনা ! মিউজিয়ামে রাখার পরামর্শ বিজেপির - Rachna Banerjee on Flood - RACHNA BANERJEE ON FLOOD

Rachna Banerjee on Flood: বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ ৷ ঘাটাল মাস্টার প্ল্যানের মতোই এখানেও করার দাবি করলেন ৷ একই সঙ্গে দাবি করলেন ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে !

Rachna Banerjee on Flood
বন্যার জলের হিসাব দিলেন রচনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 5:45 PM IST

বলাগর, 25 সেপ্টেম্বর: ডিভিসির ছাড়া জলে বাংলায় বন্যা হয়েছে বলে তৃণমূলের দাবি ৷ এবার সেই জলের হিসাব কুইন্টালে দিলেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, কুইন্টাল কুইন্টাল জল ছাড়ার ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে ৷ বাড়ি-ঘর ডুবে গিয়েছে। আর তৃণমূল সাংসদের এই হিসাবকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা উচিত বলে কটাক্ষ গেরুয়া শিবিরের।

বলাগরে গঙ্গা ভাঙনে গ্রামকে গ্রাম তলিয়ে যাচ্ছে। হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামগুলি জলে তলায় চলে যাচ্ছে। সেখানে পরিদর্শনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জলের পরিমাপ করতে গিয়ে কিউসেকের পরিবর্তে কুইন্টাল বলে আবারও নতুন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। দুধ, দই, ধোঁয়ার পর এবার রচনা জলের পরিমাপের হিসাব দিলেন কুইন্টালে।

বন্যার জলের হিসাব দিলেন রচনা (ইটিভি ভারত)

এদিন মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার কথাকে সমর্থন করেই এই দাবি করেন সাংসদ রচনা। বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে। কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আমি কেন্দ্রের কাছে আর্জি জানাব, যাতে বলাগরের গঙ্গার ভাঙনের ব্যবস্থা করুক।"

তৃণমূল সাংসদের এই বক্তব্যকে ধরেই কটাক্ষ করেছে বিজেপি। হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে ! জল কুইন্টালে কবে থেকে মাপা হয় ? আমরা তো জানি কিউসেকে মাপা হয়। ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না। নূন্যতম জ্ঞান নেই, তাই ভুলভাল বকছে।কপালে দুঃখ আছে সাধারণ মানুষের।"

হুগলি সাংসদ বলাগরে যেতেই এদিন ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে বাড়ি। পার ভাঙছে প্রতিনিয়ত। পুজোর আগে আরও আতঙ্ক বাড়ছে ভাঙনের। এদিন সাংসদকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্টে কান্নায় ভেঙে পড়লেন গ্রামে মহিলা থেকে বৃদ্ধারা। সাংসদ অবশ্য বলেন, "তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গিয়েছি সেই যায়গা তলিয়ে গিয়েছে। কয়েকটি বাড়ি, রাস্তাও গঙ্গায় মিশে গিয়েছে। খুবই খারাপ অবস্থা। এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি। আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।"

ABOUT THE AUTHOR

...view details