পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিম আমাকে পাবলিসিটি দিয়েছে, লকেটকে দইয়ের হাঁড়ি পাঠাব: রচনা - Lok Sabha Election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Rachna Banerjee: ভোটের আগে তাঁকে নিয়ে যাঁরা মিম করেছেন, তাঁদের প্রতি ধন্যবাদ জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই মিমগুলিই তাঁকে আরও বেশি করে প্রচারের আলোয় নিয়ে এসেছিল ৷ এ দিন তাঁর প্রতিপক্ষকে কটাক্ষ করে রচনা বলেন, তিনি লকেট চট্টোপাধ্যায়কে দইয়ের হাঁড়ি পাঠাবেন ৷

ETV BHARAT
ওলাইচণ্ডী তলা মন্দিরে প্রণাম করলেন রচনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 5:35 PM IST

Updated : Jun 5, 2024, 6:43 PM IST

চুঁচুড়া, 5 মে: ধোঁয়া, দই, ঘুগনি নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের মিম ভোটের আগে ছিল অন্যতম চর্চার বিষয় ৷ সেই মিমই তাঁকে আরও বেশি করে পাবলিসিটি এনে দিয়েছে বলে মনে করেন হুগলির বিজয়ী তৃণমূল প্রার্থী ৷ সে জন্য যাঁরা মিম করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি ৷ রচনা জানিয়ে দেন, এ বার তাঁর কাজ করার পালা ৷ আর সেই কারণে হুগলিতেই আগামী দিনে নিজের দ্বিতীয় ঠিকানা করার ইঙ্গিত দিলেন রচনা ৷ হুগলি লোকসভা আসনে জয়ের পর রসিকতার সুরে তিনি বলেন, তাঁর প্রতিপক্ষ বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে তিনি দইয়ের হাঁড়ি পাঠাবেন ৷

লকেটকে দইয়ের হাঁড়ি পাঠাবেন রচনা (নিজস্ব ভিডিয়ো)

ভোটে জেতার পর বুধবার চুঁচুড়ার ওলাইচণ্ডী তলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । রচনার শাশুড়ি দিনকয়েক আগেই প্রয়াত হয়েছেন ৷ ফলে অশৌচ চলায় এ দিন তিনি পুজো দিতে পারেননি । হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা 76 হাজার 853 ভোটে জিতেছেন ৷ যাঁরা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিদি নাম্বার ওয়ান । আর যাঁরা ভোট দেননি, তাঁদের জন্য আরও বেশি করে কাজ করে আগামী নির্বাচনে তাঁদের ভোটও নিশ্চিত করবেন বলে জানিয়েছেন তিনি ।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপর আস্থা রেখে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলেন বলে এ দিন জানিয়েছেন হুগলির বিজয়ী প্রার্থী ৷ তাঁকে প্রার্থী করার পর তাঁর নানা মন্তব্য নিয়ে তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ ভোটের প্রচার পর্বে তাঁকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম । রচনার কথায়, "যারা আমাকে নিয়ে মিম করেছিল তাদের ধন্যবাদ । কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য । আমার এবার কাজ দেখানোর পালা ৷ কাজের গুরুত্ব অনুযায়ী কাজ শুরু করব । হুগলিতে শিল্প অবশ্যই হবে । এই লোকসভায় কেউ প্রতিনিধি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাই তিনি কিছু করতে পারেননি ৷ এখন সেটা হয়েছে ৷ আগামী দিনে অবশ্যই শিল্প কর্মসংস্থান হবে ।"

প্রথমবার লোকসভার চৌকাঠ পেরোবেন ৷ মনে কোনও ভয় কাজ করছে ? রচনা বলেন, "ভীষণ ভয় করছে ৷ ভয়ে সিঁটিয়ে রয়েছি ৷" বিরোধীদের প্রতি বিদ্রুপের সুরে তিনি বলেন, "যারা বিরোধী ছিলেন তাঁরা এখন বন্ধ এসি ঘরে ঘুমাচ্ছেন । লকেটকে আমি দইয়ের হাঁড়ি পাঠাব ৷"

নির্বাচনের ফলাফল সংক্রান্ত আরও খবর জানুন

Last Updated : Jun 5, 2024, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details