কলকাতা, 27 সেপ্টেম্বর: উত্তর কলকাতার পুরোনো পাড়ার পুজোগুলোর মধ্যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছে আহিরীটোলা সর্বজনীন । 85তম বর্ষে এবারে তাদের ভাবনা খেয়াল সেতুর বৈতরণী । বিষয় ভাবনা ও রূপায়নে শিল্পী অনির্বাণ দাস ।
উত্তর কলকাতার পুরনো আহিরীটোলা ঘাট । যেখানে স্বয়ং রামকৃষ্ণদেবের পদধূলি পড়েছিল । আশপাশের বিভিন্ন বাড়ি থেকে চক্ররেল স্টেশন, গঙ্গা বক্ষে লঞ্চের আসা যাওয়া কিংবা 211 বাস রুট, এই তল্লাটের সবটাই এবার ফুটে উঠছে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে ।
আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্রস্তুতি দেখুন (ইটিভি ভারত) শিল্পী অনির্বাণ জানাচ্ছেন, মণ্ডপের অদূরেই আছে বহু পুরনো আহিরীটোলা ঘাট ৷ যেখানে একসময় আসতেন স্বয়ং রামকৃষ্ণ দেব ৷ শুধু তাই নয়, এই ঘাট থেকেই মাটি যেত কুমোরপাড়ায় । তৈরি হত প্রতিমা ৷ তারপর তা কলকাতা ও তার বাইরের বিভিন্ন জেলায় পাড়ি দিত ৷ পুজো শেষে আবার সেই ঘাটেই প্রতিমা বিসর্জন হত । বিসর্জনকে ঘিরে মানুষজনের ভিড়, ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ ও উৎসবের উত্তেজনার সঙ্গে বিষন্নতার যে আবহ সেটাই এবার আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে পুনরায় প্রাণ সঞ্চার করানো হবে ।
আর এই বিষয় ভাবনা তুলে ধরতে মণ্ডপে থাকছে কিছু আকর্ষণীয় কর্মকাণ্ড । থাকছে তিন ফুটের একাধিক অটো, সাত ফুটের লঞ্চ, 11 ফুটের বাস, 9 ফুটের লরি । কুলির পিঠে চড়ে আসছেন মা ৷ এমন আদলেই তৈরি হচ্ছে প্রতিমা ।
এছাড়াও মণ্ডপের একাংশ জুড়ে থাকছে বিসর্জনের প্রস্তুতির ছবি ৷ অন্যদিকে থাকছে পুরনো বাজার ৷ এমনকি আস্ত একটা চক্ররেল স্টেশন । আর এইগুলো দেখতে হলে পুজোর যে কোনওদিন অবশ্যই আপনাকে আসতে হবে এই পুজো মণ্ডপে । পুজো কমিটির কর্মকর্তারা জানাচ্ছেন প্রতিবছরের মতোই এ বছর ও দর্শকদের মন জয় করবে তাদের থিম ৷