বারাসত, 24 অগস্ট: শুক্রবারের পর শনিবার ! পরপর দু'দিন সুহৃতা পালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলল বারাসতে । উঠল গো-ব্যাক স্লোগানও । যার জেরে শনিবার সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । তবে, বিক্ষোভ দানা বাঁধার আগেই এ দিন আন্দোলনকারীদের হাসপাতাল চত্বর থেকে হটিয়ে দেয় পুলিশ ।
আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, ‘‘আরজি করের 'জঞ্জাল' সুহৃতা পালকে অধ্যক্ষ হিসেবে দেখতে চাই না বারাসতে । তিনি আপাদমস্তক একজন দুর্নীতিবাজ । সেই কারণে তাঁকে অধ্যক্ষ হিসেবে মেনে নেওয়া হবে না ।’’ যদিও বিক্ষোভ চলার সময় হাসপাতালে তখনও ঢোকেননি নয়া অধ্যক্ষ ড. সুহৃতা পাল । ফলে, এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
দায়িত্ব পাওয়ার একদিন পর অর্থাৎ শুক্রবার কাজে যোগ দেন বারাসত মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষ ড. সুহৃতা পাল । তাও আবার চুপিসারে । তাঁকে কেন্দ্র করে এ দিন সকালে হাসপাতাল চত্বরে সেভাবে কোনও বিক্ষোভ না হলেও বিকেল গড়াতেই আন্দোলনে নামেন একদল পড়ুয়া । হাসপাতালের মূল ফটকের সামনে হঠাৎই তাঁরা প্ল্যাকার্ড হাতে সুহৃতা পালের পদত্যাগ চেয়ে 'গো-ব্যাক' স্লোগান দিতে থাকেন ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বারাসতের আমজনতা গর্জে উঠলেন তাঁর বিরুদ্ধে । চাইলেন সুহৃতা পালের অপসারণও । শনিবার সকালে আচমকাই বেশ কয়েকজন সাধারণ মানুষ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । চলে সুহৃতা পালের পদত্যাগের দাবিতে স্লোগানও । স্লোগান শুনে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রাও জড়ো হয়ে যান সেখানে ।