পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শকুনের রাজনীতি'র জবাব কংগ্রেসের, বৃহস্পতিতে অধীরের নেতৃত্বে মিছিল - RG Kar Doctor Rape and Murder

Congress Criticises Kunal Ghosh's Vulture Politics Comments: অধীর চৌধুরীর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে কংগ্রেস ৷ অধীর জানান, এটা আরজি কর-কাণ্ডে তাঁদের রাজনৈতিক মিছিল ৷ তবে, নাগরিক সমাজের ডাকা কোনও মিছিলে দলীয় পতাকা সরিয়ে তাঁরা অংশ নেবেন বলে জানিয়েছেন ৷

CONGRESS PROTEST MARCH
অধীর চৌধুরীর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল কংগ্রেসের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 7:56 PM IST

কলকাতা, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডে সবক্ষেত্রে অভিযুক্তদের আড়াল করা হচ্ছে ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই অভিযোগে আগামী 29 অগস্ট প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তিনি ৷ জানালেন, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সঠিক তদন্ত ও সুবিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা ৷ অন্যদিকে, কুণাল ঘোষের বিরোধীদের 'শকুনের রাজনীতি' মন্তব্যে, পালটা প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস ৷

আরজি কর নিয়ে দিকে-দিকে প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ ৷ সেই সব মিছিলে রাজনৈতিক পতাকা ছেড়ে সামিল হতে দেখা গিয়েছে বিরোধীদের ৷ তেমনই গত 14 অগস্ট 'মেয়েদের রাত-দখল' কর্মসূচিতে কংগ্রেসও অংশ নিয়েছিল দলীয় পতাকা ছেড়ে ৷ এবার রাজনৈতিকভাবে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে পথে নামছে প্রদেশ কংগ্রেস ৷ দলের সভাপতি অধীর চৌধুরী এনিয়ে আজ জানান, আগামী 29 অগস্ট বৃহস্পতিবার মিছিল বের করবেন তাঁরা ৷

অধীর বলেন, "14 অগস্ট রাতে নাগরিক সমাজের রাত দখলের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম ৷ কলকাতায় মিছিল করার পর, রাজনৈতিক পরিচয় ভুলে রাতের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ৷ সেখানে বাংলার মা-বোনেদের আহ্বান ছিল স্বতঃপ্রণোদিত ৷ আমরা আবার 29 তারিখ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব ৷" অধীর জানিয়েছেন, এর মাঝে কোথাও কোনও নাগরিক সমাজের প্রতিবাদ সভা বা মিছিল হলে, কংগ্রেসের সদস্যরা রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে অংশ নেবেন ৷

তিনি বলেন, "নাগরিক সমাজ সব রাজনৈতিক দলের নেতৃত্বকে দেখিয়ে দিয়েছে, কীভাবে কোনওরকম প্রলোভন ছাড়া আন্দোলন করতে হয় ৷ বিনা পয়সায়, বিনা চাকরির লোভে, বিনা বিরিয়ানির প্যাকেটের লোভে, কী করে আন্দোলন করতে হয়, সেই শিক্ষা দিচ্ছে মানুষ ৷"

অন্যদিকে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে যে সব মিছিল ও আন্দোলন হচ্ছে, সেগুলি আদতে বিরোধীদের 'শকুনের রাজনীতি' বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যা নিয়ে এদিন কংগ্রেসের তরফে জবাব দিলেন সৌম্য আইচ রায় ৷ তিনি বলেন, "কুণালবাবু আপনার সরকার এবং দল ভয় পেয়েছে ৷ তাই আপনি হুমকি দিচ্ছেন ৷ আপনি যে ভাষায় কথা বলছেন, এটা অগণতান্ত্রিক ও স্বৈরাচারের ভাষা ৷ তাই যে কোনও আন্দোলনকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে, বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত করছে, গণ্ডগোল করছে, বহিরাগতদের আনছে ৷"

এ-প্রসঙ্গে কংগ্রেস নেতা পালটা প্রশ্ন করেন, "আজ আপনি বলছেন বিরোধীরা নাকি লাশের রাজনীতি করছে ৷ তাহলে 2011-র আগে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকেও আপনি শকুনের আন্দোলন বলছেন ? নাকি আপনার মতে সেগুলি লাশের রাজনীতি ছিল ? এর জবাব কি আপনি দেবেন ? আসলে আপনারা ভয় পেয়েছেন, ঘাবড়ে গিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details