কলকাতা, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডে সবক্ষেত্রে অভিযুক্তদের আড়াল করা হচ্ছে ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই অভিযোগে আগামী 29 অগস্ট প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তিনি ৷ জানালেন, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সঠিক তদন্ত ও সুবিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা ৷ অন্যদিকে, কুণাল ঘোষের বিরোধীদের 'শকুনের রাজনীতি' মন্তব্যে, পালটা প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস ৷
আরজি কর নিয়ে দিকে-দিকে প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ ৷ সেই সব মিছিলে রাজনৈতিক পতাকা ছেড়ে সামিল হতে দেখা গিয়েছে বিরোধীদের ৷ তেমনই গত 14 অগস্ট 'মেয়েদের রাত-দখল' কর্মসূচিতে কংগ্রেসও অংশ নিয়েছিল দলীয় পতাকা ছেড়ে ৷ এবার রাজনৈতিকভাবে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে পথে নামছে প্রদেশ কংগ্রেস ৷ দলের সভাপতি অধীর চৌধুরী এনিয়ে আজ জানান, আগামী 29 অগস্ট বৃহস্পতিবার মিছিল বের করবেন তাঁরা ৷
অধীর বলেন, "14 অগস্ট রাতে নাগরিক সমাজের রাত দখলের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম ৷ কলকাতায় মিছিল করার পর, রাজনৈতিক পরিচয় ভুলে রাতের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ৷ সেখানে বাংলার মা-বোনেদের আহ্বান ছিল স্বতঃপ্রণোদিত ৷ আমরা আবার 29 তারিখ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব ৷" অধীর জানিয়েছেন, এর মাঝে কোথাও কোনও নাগরিক সমাজের প্রতিবাদ সভা বা মিছিল হলে, কংগ্রেসের সদস্যরা রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে অংশ নেবেন ৷