রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর একমাস অতিক্রান্ত। এখনও তদন্তে তেমন অগ্রগতি নজরে আসেনি। ইতিমধ্যেই তথ্যপ্রমাণ লোপাট ও ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ তুলেছেন নির্যাতিতার মা ৷ গতকাল জুনিয়র চিকিৎসকদের ধরনামঞ্চে এমনটাই বলেন নির্যাতিতার মা ৷ এরই প্রতিবাদে এবং দ্রুত সুবিচারের দাবিতে ফের রায়গঞ্জে প্রতিবাদী মহিলা দল।
রবির রাত দখলে রায়গঞ্জবাসী, উঠল স্লোগান 'ভয় নেই, ভয় নেই' - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
RG Kar Protest in Raiganj: মুষ্টিবদ্ধ হাত যেন প্রতিবাদের ঢাল হয়ে দাঁড়াল রবির রাতে। 'ভয় নেই, ভয় নেই' স্লোগানে মুখরিত এলাকা। নারী-পুরুষ নির্বিশেষে রায়গঞ্জে হল রাতদখল ৷
Published : Sep 9, 2024, 2:31 PM IST
রবিবার রায়গঞ্জ শহরের ঘড়িরমোরে মানববন্ধন কর্মসূচিতে জমায়েত হন মহিলারা ৷ মুষ্টিবদ্ধ হাত যেন প্রতিবাদের ঢাল হয়ে দাঁড়ায় গতকালের রাতে। ভয় নেই, ভয় নেই, এই স্লোগানে মুখরিত এলাকা। নারী, পুরুষ নির্বিশেষে আজ আরজি কর-কাণ্ডের সুবিচার চাইছেন। সকলে মিলিত হয়ে এদিন গান, আবৃত্তি, ক্যানভাসে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের একটাই স্বর 'জাস্টিস ফর আরজি কর'। পিয়ালী বসাক নামে এক আন্দোলনকারী বলেন, "আজ এখানে সমস্ত শিল্পীরা উপস্থিত হয়েছেন আমি একজন নাট্যকার।"
তিনি আরও বলেন, "নাটকের অনেক ভাগ আছে সেটি হল মুখে অভিনয়। আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা পথে নেমেছি। এক মাস হয়ে গেল এখনও কোনও বিচার হল না। এরপরেও যদি আমরা ঘরে বসে থাকি এর চেয়ে বেশি লজ্জার আর কিছু হবে না। এরপর আমার সঙ্গেও এমন ঘটনা হতে পারে, তারপর পাশে বসা মহিলার সঙ্গে হতে পারে ৷ কবে হবে বিচার?" আন্দোলনকারী চিকিৎসক দিশা চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ মানুষ বিচার চেয়ে রাত জেগে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন ৷ ভরসা আছে যে আমরা বিচার পাব ৷"