কলকাতা, 28 অগস্ট: বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়েছে বেশ কিছু জায়গায় ৷ বুধবার সকাল থেকে শহরজুড়ে লক্ষ্য করা গিয়েছে বনধের মিশ্র প্রভাব। বিভিন্ন জেলায় প্রভাব অনেক বেশি পড়লেও শহর কলকাতায় ছবিটা খানিকটা হলেও অন্যরকম ৷
এদিন মূলত মধ্য এবং উত্তর কলকাতায় কিন্তু বনধের বিচ্ছিন্ন সব ছবি ধরা পড়ছে। বেলা গড়াতে দক্ষিণ কলকাতায় অবশ্য পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ নিয়ন্ত্রণে এসেছে সবকিছুই ৷ তবে সকালের দিকে গড়িয়াহাট মোড়ে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। মধ্য কলকাতায় মুরলীধর সেন অর্থাৎ বিজেপির সদর কার্যালয় থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একেবারে হাঁটতে থাকেন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। এরপর কিছুটা গিয়ে তিনি ফের পার্টি অফিসের দিকেই ফিরে আসেন। পুরো সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বেশ কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। বিজেপি কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়।