জয়গাঁও (আলিপুরদুয়ার), 22 অক্টোবর: নাবালিকার পুড়ে যাওয়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভারত-ভূটান সীমান্তবর্তী শহর জয়গাঁও এলাকায় । তদন্তে পুলিশ । মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী শহর জয়গাঁ এলাকার পরিত্যক্ত জমির ঝোপ থেকে এক নাবালিকার পোড়া দেহ উদ্ধার হয় ৷
জানা গিয়েছে, মৃত নাবালিকার বয়স সাত বছর ৷ গত আট দিন ধরে নিখোঁজ ছিল সে । স্থানীয়দের অভিযোগ, আট দিন আগে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে ওই এলাকার এক যুবক বাড়ি থেকে ওই নাবালিকাকে নিয়ে যায় । বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও নাবালিকা বাড়ি না ফেরায় তার বাড়ির লোক এবং স্থানীয়রা মিলে খোঁজাখুঁজি শুরু করে ৷ কিন্তু কিছুতেই তার হদিশ পাওয়া যায়নি ৷ এরপর মঙ্গলবার নাবালিকার পুড়ে যাওয়া দেহ উদ্ধার হয় এক পরিত্যক্ত জমির ঝোপ থেকে ৷ এই ঘটনার পর থেকেই স্থানীয় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ করে খুন করার অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসীরা । তাতেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়।