পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপ-ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরোধিতা, বিক্ষোভ কাকদ্বীপ হাসপাতাল ও ডায়মন্ডহারবার সিএমওএইচ অফিসে - Birupaksha Biswas Transfer

Birupaksha Biswas Transfer Protest: কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির বিরোধিতা করে আজ ডায়মন্ডহারবার সিএমওএইচ অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ৷ বিক্ষোভ চলছে কাকদ্বীপের হাসপাতালেও ৷

Birupaksha Biswas Transfer Protest
বিরূপাক্ষ বিশ্বাসের বিরোধিতায় ডায়মন্ডহারবার সিএমওএইচ ও কাকদ্বীপের হাসপাতালে বিক্ষোভ (ছবি- নিজস্ব ও বিরূপাক্ষের এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 2:53 PM IST

Updated : Sep 4, 2024, 6:17 PM IST

কাকদ্বীপ, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে বদলি করেছে স্বাস্থ্যভবন ৷ এবার তারই প্রতিবাদে ডায়মন্ডবারবারের সিএমওএইচ দফতরের বাইরে বিক্ষোভে সামিল হলেন জুনিয়র ডাক্তাররা ৷ কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ৷ সেখানে বিকেল চারটে থেকে গণ আন্দোলন ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ৷

বিরূপাক্ষ বিশ্বাসের বিরোধিতায় ডায়মন্ডহারবার সিএমওএইচ ও কাকদ্বীপের হাসপাতালে বিক্ষোভ ৷ (ইটিভি ভারত)

জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, আরজি কর-কাণ্ডের দিন 'ঘটনাস্থলে থাকা' বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে ঢুকতে দেবেন না ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বদলি হওয়া বিরূপাক্ষ দক্ষিণ 24 পরগনার স্বাস্থ্যব্যবস্থাকেও কলুষিত করবেন বলে অভিযোগ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ৷ তাঁদের অভিযোগ, প্রায় একবছর আগেই বিরূপাক্ষ বিশ্বাসের বদলি কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে হয়েছিল ৷ কিন্তু, একবছর ক্ষমতাবলে সেই বদলি আটকে রেখেছিলেন তিনি ৷ এবার বিতর্ক ও চাপের মুখে সেই বদলি নিয়ে কাকদ্বীপে আসছেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷

আজ বিরূপাক্ষ বিশ্বাসের কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে আসা রুখতে ডায়মন্ডবারবারের সিএমওএইচ এবং ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ প্রয়োজনে কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালের সুপারকেও নিজেদের দাবি চিঠি দিয়ে তাঁরা জানাবেন ৷

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজগুলিতে এবং স্বাস্থ্যক্ষেত্রে ভয় বা 'থ্রেট কালচারে'র দুই কিংপিন হলেন এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ সেই 'থ্রেট কালচার' ডায়মন্ডহারবারের স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকতে দেবেন না-বলে জানিয়েছেন তাঁরা ৷ জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের গাইনোকলোজি বিভাগের প্রাক্তন এইচওডি অধ্যাপক চিকিৎসক সমাদৃতা চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পিছনেও বিরূপাক্ষ বিশ্বাসের হাত ছিল ৷ তাঁকে হুমকি ও গালাগালি করার অভিযোগও তুলেছেন জুনিয়র ডাক্তাররা ৷

অন্যদিকে, কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালের বাইরেও বিক্ষোভ প্রদর্শন চলছে সিপিআইএমের তরফে ৷ বিরূপাক্ষ বিশ্বাস যাতে হাসপাতালে ঢুকতে না-পারেন, তার জন্য সারারাত হাসপাতালের বাইরে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ৷ এনিয়ে কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালের সুপার, সব সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলনে সামিল হতে আবেদন জানিয়েছে বামেরা ৷ বিকেল চারটের পর থেকে এই বিক্ষোভ আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তাঁরা ৷ তবে, সিপিআইএম কর্মীদের দেখা গেল, কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালের বাইরে তারস্বরে মাইকিং করতে ৷

Last Updated : Sep 4, 2024, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details