কলকাতা, 22 জুলাই:বর্তমান সমাজ ও রাজনীতিতে গঙ্গা-যমুনী তেহজিব কথাটি প্রায়ই শোনা যায় । আন্তর্ধর্মীয় সাংস্কৃতিক আদান প্রদানের ইতিহাসের শিকড় খুঁজতে গেলে আমরা পৌঁছে যাব একেবারে মধ্যযুগে, যখন আফজল, সৈয়দ আলায়ল, সৈয়দ সুলতান, সৈয়দ মার্তুজা, আলি রেজার মতো কবিরা রচনা করেছিলেন অনবদ্য রাধাকৃষ্ণ বিষয়ক পদ । আর এযুগে জগন্নাথ নিয়ে চর্চা এবং গবেষণা করে চলেছেন সেন্ট পলস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শেখ মকবুল ইসলাম ।
শেখ মকবুল ইসলাম জানান যে, আগেও বহু মানুষ জগন্নাথ ও শ্রীচৈতন্যকে নিয়ে বহু গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন । তবে তিনি শ্রীজগন্নাথ দেবকে নিয়ে প্রথমবার সুমারিভিত্তিক কাজ শুরু করেন । শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও যেখানে যেখানে শ্রীজগন্নাথের প্রভাব রয়েছে, সেই সব জায়গার মন্দিরগুলিতে ঘুরে ঘুরে সুমারি করে তথ্য সংগ্রহ করেছেন তিনি । এছাড়াও জগন্নাথ মন্দিরগুলির ইতিহাস, তথ্য, সেখানকার স্থানীয় সংস্কৃতিতে তার প্রভাব খুঁজে বের করেছেন এই অধ্যাপক । মন্দিরগুলির চিত্র, শিল্পী, মূর্তি শিল্প, মন্দির শিল্প এবং পূজার্চনা বিধিতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের যে পার্থক্য রয়েছে তাও তাঁর অন্বেষণের বিষয় ।
তবে গোড়ার দিকে তিনি কাজ শুরু করেন সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের তুলনামূলক বিষয় নিয়ে ৷ বিশেষত গীতা ও কোরানের তুলনামূলক চর্চা ছিল তাঁর গবেষণার প্রথম ধাপ । তারপর চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ ও ইসলাম নিয়ে কাজ করেন । এরপর জগন্নাথদেবের ও ইসলামের তুলনাধর্মী কাজ করেন তিনি ।
অনেক ছোটবেলায় হাওড়া জেলার বাগনানে জন্ম হলেও পরে তিনি শহরে চলে আসেন । তবে তিনি জানান, "সেই গ্রামে কয়েক ঘর বৈষ্ণব ছিলেন ৷ তাই ছোটবেলা থেকেই তাঁদের কাছে আমরা বড় হয়ে উঠি । এরপর কলকাতায় যেখানে থাকতাম সেখানেও অনেক ওড়িশার মানুষজন থাকতেন, যাঁরা ছিলেন উৎকলীয় বৈষ্ণব । তাঁদের কাছে জগন্নাথদেবের অনেক গল্প শুনতাম । তাঁদের ঘরেও জগন্নাথ বিগ্রহ ছিল । তাই সেই গল্প শুনতে শুনতে এবং জগন্নাথ দেবকে দেখতে দেখতে শ্রীজগন্নাথের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায় । আর সেই আগ্রহ আর ভালোবাসা থেকেই পরবর্তীতে তাঁকে নিয়ে পড়াশোনা শুরু করি ।"
তুলনামূলক ধর্ম চর্চার একটা অঙ্গ হল শ্রীজগন্নাথ চর্চা । আর সেই কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে, শ্রীচৈতন্য বা জগন্নাথদেব শুধুমাত্র ওড়িশার পুরী বা পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নন । তাঁর প্রভাব ছড়িয়ে রয়েছে থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপালের মতো বিশ্বের একাধিক জায়গায় ।