কলকাতা, 19 জানুয়ারি: কেন রাত 8 টার পর রাস্তায় আর দেখা মেলে না বাসের ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই প্রশ্নই করেছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ৷ সেই ভর্ৎসনার পর কলকাতা ও শহরতলির রাস্তায় তদন্ত করতে নেমেছিলেন মন্ত্রী ৷ তিনিও দেখেছিলেন, হাতে গোনা কয়েকটি লাভজনক রুট ছাড়া, অন্য রুটগুলিতে গাড়ি চালাতে একেবারেই অনিচ্ছুক বেসরকারি বাসের মালিকরা ৷ এমনকী সরকারের তরফে শত আবেদনেও সাড়া মিলছে না বেসরকারি বাস মালিক সংগঠনগুলির তরফে ৷
রুগ্ন রুটগুলিকে চাঙ্গা করতে ইচ্ছুক মালিকদের রুটে বাস নামাতে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে পাবলিক ভেহিকেল ডিপার্টমেন্ট ৷ তবে, সেই আবেদনেও সাড়া মেলেনি মালিকদের তরফে ৷
মুখ্যমন্ত্রীর ধমকের পর, প্রতিটি রুটে পর্যাপ্ত সরকারি এবং বেসরকারি বাস নামাতে উদ্যোগী হয়েছে পরিবহণ দফতর ৷ এমনকী একাধিকবার বেসরকারি বাসমালিক পক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে বাস নামানোর কথা বলা হলেও, কেউ তাতে আমল করেনি ৷ বাসের পারমিট দেওয়া সংস্থা পিভিডি এ নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল ৷ তাতেও কোনও লাভ হয়নি ৷
এমনটা কেন হচ্ছে জানতে চেয়ে সম্প্রতি পিভিডি-র আধিকারিকরা মালিক পক্ষের একাংশের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন ৷ এই বিষয় ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, "বিজ্ঞপ্তি দেওয়া হলেও রুগ্ন রুটে বাস নামাতে কেউ ইচ্ছুক নন । কারণ বহু মানুষ এখন নিজেদের গাড়িতে যাতায়াত করেন ৷ আবার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতা জুড়ে ছড়িয়ে পড়ছে মেট্রো নেটওয়ার্ক ৷ অ্যাপ ক্যাব থেকে শুরু করে যাত্রী সাথী, বাইক, ট্যাক্সি বা শাটেল বাস- আছে সবই ৷ গন্তব্যে পৌঁছতে মানুষের কাছে এখন অনেক পরিবহণ মাধ্যম এসে গেছে ৷ তাই এখন যাত্রীরা আগের মতো বাসে চড়ে না ৷"