বাঘমুণ্ডি (পুরুলিয়া), 25 মে: বুথের মধ্যে লুঙ্গি পরে বসে ভোটের দায়িত্ব সামলাচ্ছেন প্রিসাইডিং অফিসার । এমনই নজিরবিহীন ছবি ধরা পড়ল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলের বুথে । বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি পরে দেখে ক্ষোভে ফেটে পড়েন । তাঁর দাবি, বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে নিজের পরিচয় চিহ্নিত করার জন্যই ওই প্রিসাইডিং অফিসার এমন পোশাক পরেছেন । তিনি প্রভাবিত করছেন মানুষজনকে । অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের অবশ্য দাবি, তাঁর শারীরিক অসুবিধার কারণেই তিনি লুঙ্গি পরেছিলেন ।
শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে । সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় নির্বিঘ্নেই ভোটগ্রহণ হলেও ব্যতিক্রমী ছবি ধরা পরল পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলে । ওই স্কুলের বুথে গিয়ে দেখা যায়, প্রিসাইডিং অফিসার লুঙ্গি পরে ভোটগ্রহণ করছেন । ঘটনার কথা জানতে পেরেই সেখানে উপস্থিত হন পুরুলিয়ার বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো । তাঁকে দেখতে পেয়ে ভোটগ্রণের মাঝেই ওই প্রিসাইডিং অফিসার লুঙ্গির বদলে প্যান্ট পরতে শুরু করে দেন ।
বুথের ভেতরেই তিনি লুঙ্গির উপরে প্যান্ট পরতে শুরু করেন, যা দেখে অন্যান্য ভোটারদের মধ্যে হাসির রোল ওঠে । জ্যোতির্ময় সিং মাহাত প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করেন, তিনি কেন লুঙ্গি পরে ভোটের ডিউটি করছেন? ওই প্রিসাইডিং অফিসার জ্যোতির্ময় সিংহ মাহাতকে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ । তাঁর ত্বকের সমস্যা রয়েছে । সেই কারণেই তিনি লুঙ্গি পরে দায়িত্ব সামলাচ্ছিলেন ।
আরও পড়ুন:মাকে নিয়ে বুথের প্রথম ভোটার পুরুলিয়ার বিজেপি প্রার্থী