পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কে সন্দীপ ঘোষ ? দেখতে কেমন, প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিড় অন্য বন্দিদের - RG Kar Corruption - RG KAR CORRUPTION

RG Kar Corruption: কে সন্দীপ ঘোষ ? দেখতেই বা কেমন ? আদালত সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা শুরু হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে দেখতে ভিড় জমান অন্যান্য বন্দিরা ৷

ETV BHARAT
সন্দীপকে দেখতে প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিড় অন্য বন্দিদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 7:33 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে গোটা দেশ তোলপাড় । সবার রোষের কেন্দ্রবিন্দুতে সেই হাসপাতালেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । পথে-ঘাটে-সোশালে তাঁকে বিষোদ্গার করা চলছে ৷ আদালতে পেশ করার সময়ও তাঁকে খেতে হয়েছে থাপ্পড়, জুতোর বাড়ি ৷ বিচারকের নির্দেশে সেই সন্দীপ ঘোষের এবার ঠিকানা হল প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ তাঁকে ঘিরে আজ বন্দিদের মধ্যে উৎসাহ চরমে ৷ এই বাড়তি উৎসাহের কারণে কোনও বেগতিক যাতে না-ঘটে, সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংশোধনাগারে ৷

এতদিন নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে ছিলেন আরজি কর দুর্নীতি-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ৷ আজ সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ ফলে তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ সন্দীপ ঘোষ বর্তমানে দেশজুড়ে পরিচিত নাম ৷ সুখ্যাতি নয়, কুখ্যাতির জন্যই তাঁর নাম সবার মুখে মুখে ৷ তাঁর 'কুকীর্তি'র হিসেব নিকেশ কষতে ব্যস্ত নাগরিক সমাজ ৷ তবে বন্দি থাকায় সন্দীপ ঘোষ সম্পর্কে কমই জানেন প্রেসিডেন্সি সংশোধনাগারের কয়েদিরা । আজ তাঁদেরই আস্তানায় হাইপ্রোফাইল বন্দি ডাক্তার সন্দীপ ঘোষকে দেখতে উৎসাহ ধরা পড়ে অন্যান্য কয়েদিদের মধ্যে ৷

এই পরিস্থিতিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে প্রেসিডেন্সি সংশোধনাগারে আজ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ বাড়ানো হয় রক্ষীর সংখ্যা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক সংশোধনাগারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সন্দীপ ঘোষ হাইপ্রোফাইল বন্দি । ফলে সংশোধনাগারের ভিতরে নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সন্দীপের জন্য একটা বিশেষ সেলের ব্যবস্থা করা হয়েছে ।"

আদালতের নির্দেশে আজ সশরীরে আলিপুরে বিশেষ আদালতে সন্দীপ ঘোষকে পেশ করে সিবিআই । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে আদালতে প্রবেশ করানো হয় । প্রথম দিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে তাঁকে বের করার সময় সন্দীপ ঘোষকে সপাটে এক থাপ্পড় মারেন এক ব্যক্তি । সেই ঘটনার পর নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে সন্দীপ ঘোষকে আজ আদালতে ভার্চুয়ালি পেশ করার জন্য আর্জি জানায় সিবিআই । তবে সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ আদালতের তরফে জানানো হয়, সন্দীপ-সহ চারজনকে সশরীরে আদালতে পেশ করতে হবে ।

এদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । নিরাপত্তার চাদরে মুড়ে আদালতে তোলা হয় সন্দীপকে ৷ মূলত সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষের হেফাজত চেয়ে প্রভাবশালী তত্ত্ব সামনে আনে সিবিআই । এরপরই তাঁকে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠায় আদালত ৷ তবে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এদিন মহিলা আইনজীবীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ ঘোষ ৷ প্রিজন ভ্যানে তোলার সময় তাঁকে চটিপেটা করেন জনৈক ব্যক্তি ৷

ABOUT THE AUTHOR

...view details