জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের সর্ব বৃহৎ শৈব তীর্থ হল জল্পেশ । 26 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার মহা শিবরাত্রি ৷ সেদিন মহাকুম্ভের মহাযোগ রয়েছে ৷ শিব চতুর্দশীর পুজোকে কেন্দ্র করে তাই এখন সাজো সাজো রব জল্পেশ মন্দির চত্বরে ।
মন্দিরের গায়ে পড়ছে নতুন রংয়ের প্রলেপ । বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে সমগ্র মন্দির চত্বর । মেলায় যাতে কোনও রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে । তাছাড়া মন্দির কমিটির ভলান্টিয়ার-সহ সাদা পোশাকের পুলিশও থাকছে । 50টি সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বরকে ৷
জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "শিবরাত্রিকে কেন্দ্রে করে প্রচুর মানুষ আসেন জল্পেশ মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে । তাই জল্পেশ মেলার নিরাপত্তার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ ক্যাম্প থাকবে । মন্দিরে কোন দিক থেকে ভক্তরা ঢুকবেন তা ঠিক করা হয়েছে ।"
প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে জল্পেশ মন্দিরে বিশেষ পুজো হয় । জল্পেশ মন্দির চত্বর এবং সংলগ্ন মাঠে মেলা বসে । ফি বছর প্রায় লক্ষাধিক পুণ্যার্থীরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে । এবছর এই সংখ্যা বাড়বে বলেই মনে করছে জল্পেশ মন্দির কমিটি ৷ এবার কুম্ভের শাহী স্নানের শেষদিন অর্থাৎ চলতি মাসের 26 তারিখ থেকে জল্পেশ মেলা শুরু হচ্ছে । ফলে যারা কুম্ভ যেতে পারেননি, সেই ভিড়টাও এখানে আছড়ে পড়বে বলে মন্দির কর্তৃপক্ষ মনে করছে ।
জল্পেশ মন্দিরে কড়া নিরাপত্তা
জল্পেশ মন্দির কমিটি সম্পাদক গিরিন্দ্রনাথ দেব বলেন, "এবার শিবরাত্রিতে প্রচুর মানুষের ঢল নামবে । কারণ 26 তারিখে মহাযোগ মহাকুম্ভ ৷ এদিন শিব চতুর্দশী উৎসব জল্পেশ মন্দিরে শুরু হচ্ছে ৷ এর জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ পুলিশ মোতায়েন থাকছে ৷ ভলান্টিয়ার থাকছে মন্দির থেকে মেলা চত্বরে ৷ নিরাপত্তার কারণে 50টি সিসিটিভি দিয়ে মন্দির চত্বরকে মুড়ে ফেলা হয়েছে । ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা আমাদের তরফে করা হচ্ছে ৷"
জলপাইগুড়ি জেলাপরিষদের তরফে আয়োজন করা হয় জল্পেশ মেলা ৷ সেই মেলাকে কেন্দ্র করে দশ দিন যাবৎ লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জিলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ।