পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসত মেডিক্যাল কলেজের গেটে 'পোস্টার বয়' অভীক-বিরূপাক্ষ! তুঙ্গে বিতর্ক - BIRUPAKSHA AVIK POSTERS CONTROVERSY

আরজি করের ঘটনায় ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে'কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ এবার তাঁদের স্বাগত জানিয়ে পড়ল পোস্টার ৷

Posters in Barasat medical College Gate on Dr Birupaksha and Dr Avik
বারাসত মেডিক্যাল কলেজের গেটে অভীক-বিরূপাক্ষের নামে পোস্টার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 9:53 PM IST

বারাসত, 24 ফেব্রুয়ারি: আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দুই জুনিয়র ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে' বিতর্কে জড়িয়েছিলেন ৷ রবিবার রাতে তাঁদের ছবি-সহ 'দাদা ইজ ব্যাক' লেখা পোস্টার দেখা গেল বারাসত মেডিক্যাল কলেজের গেটের দু'পাশে ৷ এদিকে এদিনই আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন ৷

স্বভাবত পোস্টার পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ গত বছরের 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, সেদিন অকুস্থলে ছিলেন দুই জুনিয়র ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে ৷ এই নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা ৷ প্রশ্নের মুখে পড়তে হয় শাসকদলকেও ৷

বারাসত মেডিক্যাল কলেজের গেটে ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে'কে স্বাগত জানিয়ে পোস্টার (ইটিভি ভারত)

তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরে সামনে আসে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের বিষয়টি ৷ এই হুমকি সংস্কৃতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে দুই জুনিয়র ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে'র বিরুদ্ধেও ৷ প্রকাশ্যে আসে তাঁদের সঙ্গে শাসকদল তৃণমূলের যোগাযোগের বিষয়টি ৷

এই পরিস্থিতিতে চাপের মুখে গত বছরের 10 সেপ্টেম্বর তিন চিকিৎসক ড. সুশান্তকুমার রায়, ড. বিরূপাক্ষ বিশ্বাস ও ড. অভীক দে-কে সাসপেন্ড করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন-এর (আইএমএ) পশ্চিমবঙ্গ শাখা ৷ এরপর পরিস্থিতি একটু শান্ত হতেই ডিসেম্বরের শুরুতে আইএমএ-র বৈঠকে দেখা যায় ডঃ অভীক দে'কে ৷ 5 ডিসেম্বর থ্রেট কালচারের অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে ক্লিনচিট দেয় আইএমএ

এবার আরজি করের ঘটনার ছ'মাস কাটতে না কাটতেই দুই বিতর্কিত জুনিয়র ডাক্তারকে স্বাগত জানিয়ে পোস্টার পড়ল বারাসত মেডিক্যাল কলেজের গেটে ৷ সোমবার সকালে অবশ্য পোস্টার দু'টি আর দেখা যায়নি ৷ মন্ত্রী শশী পাঁজা এই ঘটনা প্রসঙ্গে বলেন, "আমি এই বিষয়টি শুনেছি ৷ এই ঘটনা যদি ঘটে থাকে, সেটা সঠিক হয়নি ৷ আমরা দেখছি বিষয়টা নিয়ে সাংগঠনিক স্তরে আলোচনা হবে ৷ তারপরই আমি এনিয়ে মন্তব্য করব ৷"

এদিকে, বারাসত মেডিক্যাল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে ৷ অ্যাকাডেমিক বিল্ডিং-এর সবদিকের দরজা বন্ধ করে ভিতরে অনুষ্ঠান হচ্ছে ৷ সেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ ৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে এক ছাত্র স্বাগত গুপ্ত বলেন, "এটা কোনও সরকারি কর্মসূচি নয় ৷ ধনধান্যে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ সম্প্রচার দেখানোর পরেই আজকের কালচারাল অনুষ্ঠান শুরু হয়েছে ৷ আমাদের ছাত্র প্রতিনিধিরাও ম্যাডামের বৈঠকে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রীর বৈঠকে গিয়েছেন ৷" বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "ওটা শিক্ষা সংক্রান্ত বিষয়, পড়ুয়াদের বিষয় ৷ আমার জানা নেই। বলতে পারব না ৷ হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয় হলে বলতে পারতাম ৷"

ABOUT THE AUTHOR

...view details