সন্দেশখালি, 26 ফেব্রুয়ারি: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি । দুই মন্ত্রী সন্দেশখালি থেকে ফিরতেই তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানের গ্রেফতারি চেয়ে ফের পোস্টার পড়ল এলাকায় । গ্রামবাসীদের মন বুঝতে রবিবার আবারও সন্দেশখালি পৌঁছে যান রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক । তাঁরা বেড়মজুর গ্রামে গিয়ে বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন । বিকেলে সেখান থেকে দুই মন্ত্রী ফিরে যেতেই সন্দেশখালির একাধিক জায়গায় শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে পোস্টার লক্ষ্য করা যায় । পোস্টারে শাহজাহানকে 'মাফিয়া' বলে উল্লেখ করা হয়েছে । যার জেরে অস্বস্তি আরও বেড়েছে শাসক শিবিরের বলে মনে করছে রাজনৈতিকমহল ।
এর আগেও সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামে পোস্টার পড়েছিল সন্দেশখালিতে । সেই সময় সন্দেশখালি 2 নম্বর ব্লকের একাধিক গ্রামে রাস্তার ধারের দোকানে এবং শিবু হাজরার প্রচার দেওয়ালে সাঁটানো হয়েছিল পোস্টারগুলি । লাল কালিতে লেখা ছিল, শাহজাহানের গ্রেফতারি চাই ৷ এবারও সেই সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, 'মাফিয়া শাহজাহানের গ্রেফতারি চাই' ৷
সূত্রের খবর, খুলনা ফেরিঘাট চত্বর এবং কর্ণখালি এলাকায় এ দিন শাহজাহানের গ্রেফতারি চেয়ে পোস্টারে কার্যত ছয়লাপ হয়ে গিয়েছে । শনিবার এই এলাকাতেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পার্থ ভৌমিক ও সুজিত বসু । সেসময় মন্ত্রীদের সামনেই শাহজাহানের গ্রেফতারি চেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামের মহিলারা । অস্বস্তির মুখে পড়েন মন্ত্রী পার্থ ভৌমিক ৷ শেখ শাহজাহানের গ্রেফতারির বিষয়টি ইডির ঘাড়ে চাপিয়ে দেন তিনি । যদিও তাতে সন্তুষ্ট হতে পারেননি গ্রামবাসীরা । রবিবার সেই সন্দেশখালি থেকে ফিরতেই শেখ শাহজাহানের গ্রেফতারি চেয়ে পোস্টার পড়ল এলাকায় । ফলে শাসক শিবিরের ওপর আরও চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।