সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: এবার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে পোস্টার পড়ল সন্দেশখালিতে । সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ছয়লাপ হয়ে গিয়েছে এই পোস্টারে । পোস্টারে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা,'শেখ শাহজাহানকে গ্রেফতার চাই ।' এই ধরণের পোস্টার প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সরগরম হয়ে ওঠে সন্দেশখালি ।
মূলত গ্রামের রাস্তার ধারে দোকানের টিনের ওপর এবং শিবু হাজরার ভোট প্রচার সম্বলিত দেওয়ালে সাঁটানো রয়েছে শাহজাহানের গ্রেফতারের দাবিতে একাধিক পোস্টার । শুধু শাহজাহানের নামেই নয় ! সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদেও পোস্টার পড়েছে সন্দেশখালিতে । এর আগে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার গ্রেফতারের দাবিতে পোস্টার পড়েছিল সন্দেশখালিতে । থানা থেকে দু'কিলোমিটার মধ্যেই গ্রামের রাস্তার ধারে বিভিন্ন গাছে এই পোস্টার সাঁটানো হয় সেই সময় । শাহজাহানের শাগরেদ শিবুর বিরুদ্ধে পোস্টার পড়ার কয়েকদিনের মধ্যেই এবার তৃণমূলের বাহুবলী নেতা শেখ শাহজাহানের নামেও পোস্টার পড়ল সন্দেশখালির অলিগলিতে । যা ঘিরে মঙ্গলবার শোরগোল পড়ে যায় এলাকায় ।
শাহজাহান-শিবু-উত্তম। সন্দেশখালির এই 'ত্রিমূর্তি'র মধ্যে শিবু ও উত্তম গ্রেফতার হলেও এখনও অধরা মূল মাথা শেখ শাহজাহান । যার জেরে আতঙ্ক রয়েই গিয়েছে গ্রামবাসীদের । গ্রামের মহিলারাও রাতে দু'চোখের পাতা এক করতে পারছেন না । এই ভেবে কখন শাহজাহান বাহিনীর দলবল এসে তুলে নিয়ে যায় বাড়ি থেকে । তার ফলে সবসময় একটা ভয়ের পরিবেশ কাজ করছে গ্রামবাসীদের মনে । তাই তাঁরা চাইছেন, আতঙ্ক মুক্ত হয়ে দিন কাটাতে । সেই কারণেই শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে আওয়াজ উঠেছে সন্দেশখালির গ্রামে গ্রামে । তাই গ্রামের মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে শাহাজাহান,শিবু,উত্তম ও তাঁর সহযোগীদের কড়া শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই পথে নেমে সরব হচ্ছেন ।