পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার গ্রেফতারির দাবি, পোস্টারে ছয়লাপ সন্দেশখালি - শেখ শাহজাহান

Posters seen in Sandeshkhali: শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পোস্টারে পড়ল সন্দেশখালির গ্রামে গ্রামে ৷ তাতে লেখা আছে, নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেফতার চাই ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 2:26 PM IST

সন্দেশখালি, 16 ফেব্রুয়ারি: এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল সন্দেশখালিতে । থানা থেকে দু'কিলোমিটার দূরে কলোনি মোড় গ্রাম শিবুর গ্রেফতারের দাবিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ । শুধু এখানেই নয় ! সন্দেশখালির আরও কয়েকটি গ্রামে এই পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে । আর শুক্রবার তা প্রকাশ্যে আসতেই ফের সরগরম হয়ে উঠেছে সন্দেশখালি । মূলত গ্রামের রাস্তার ধারে বিভিন্ন গাছ এবং বাড়ির মাটির দেওয়ালে এই পোস্টারেগুলি সাঁটানো রয়েছে । পোস্টারে লেখা, 'নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেফতার চাই।'

শাহজাহানের 'ডান' হাত বলে পরিচিত এই শিবু হাজরার বিরুদ্ধেই দিনের পর দিন গ্রামের মহিলাদের নির্যাতন করার অভিযোগ উঠেছে । রাত-বিরেতে পার্টি অফিসে ডেকে এনে তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত বলে অভিযোগ । সেই অভিযোগ ঘিরেই গ্রামের মহিলাদের ক্ষোভের আগুনে উত্তাল হয়েছে সন্দেশখালি । এমনকি, সেই ক্ষোভের আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে শিবুর একের পর এক পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি এবং পৈতৃক বাড়িও ।

মূলত গ্রামের মহিলাদের একটাই দাবি, শাহজাহান ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে । নইলে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন । কিন্তু, তারপরও পুলিশের ধরাছোঁয়ার বাইরে সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু । যদিও গোপন ডেরা থেকে নারী নির্যাতন, অত্যাচার ও জমি জবরদখলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত এই তৃণমূল নেতা । উলটে গ্রামবাসীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ করে বিজেপি এবং সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন শিবু হাজরা ।

প্রসঙ্গত, সন্দেশখালির ত্রাস শাহজাহান, শিবু, উত্তম এবং তাঁদের সহযোগীদের অন‍্যায়-অত‍্যাচারের কথা সম্প্রতি রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালি সফরের সময়েও উঠে এসেছিল । রাজ্যপালের সামনেই গ্রামের নির্যাতিত মহিলারা কান্নায় ভেঙে পড়েন । রাজ‍্যপালের কাছে তাঁরা গ্রামের মহিলাদের বাঁচানোর আর্তি জানান । শুধু রাজ‍্যপাল নন । জাতীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় এসসি-এসটি কমিশন - সকলের সামনেই শাহজাহান-শিবু-উত্তমের অত‍্যাচারের করুণ কাহিনী তুলে ধরেছেন গ্রামের মহিলাদের একাংশ ।

এ দিকে, শিবু-উত্তমদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে । দলে আছেন স্থানীয় তৃণমূল নেতারা । উত্তম সর্দার, শিবু হাজরাদের কাছ থেকে গ্রামবাসীরা কে কত টাকা পান, তার খোঁজ নিয়ে তালিকা প্রস্তুত করছেন তাঁরা । টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন । দলে আছেন সন্দেশখালির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী দাস এবং সন্দেশখালি পঞ্চায়েতের উপপ্রধান ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে জনস্বার্থ মামলা খতিয়ে দেখতে সম্মত সুপ্রিম কোর্ট
  2. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details