দুর্গাপুর, 1 ডিসেম্বর: দুর্গাপুর পুরনিগমে 28 নম্বর ওয়ার্ডে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও স্বজন পোষণের অভিযোগে পোস্টার পড়ল ৷ রবিবার রাতে 28 নম্বর ওয়ার্ডের নামো সগড়ভাঙা গ্রামে পোস্টারগুলি লাগানো হয়েছে ৷ আর আজ সকালে সেই পোস্টার নজরে আসতেই তৈরি হয় চাঞ্চল্য ৷ ওই ওয়ার্ডের তৃণমূল সহ-সভাপতি বিধান মাজি এবং অরুণ ধারার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
ওই পোস্টারগুলিতে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বলে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "এক সময় বর্তমানের তৃণমূলের নেতারা সিপিএম পার্টিতে যুক্ত ছিলেন ৷ সেই সময় সিপিএম নেতাদের সাহায্য নিয়ে স্বজন পোষণ, অত্যাচার চালাতো ৷ কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ৷ স্থানীয় যুবকদের কাজ না-দিয়ে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে বহিরাগতদের কাজ দিত ৷ সিপিএম সরকার চলে যাওয়ার পর তাঁরাই প্রভাত চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের জেলা নেতাদের সাহায্যে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার শ্রমিক সংগঠনে যুক্ত হয় ৷ তারপর থেকে একইভাবে টাকার বিনিময়ে কাজ দিচ্ছে ৷"
অভিযোগ করা হয়েছে, "একাধিক কারখানায় ওই তৃণমূল নেতাদের অনুগত বেশকিছু শ্রমিক সময়ের আগে কাজ থেকে বেরিয়ে যায় ৷ অন্যান্য শ্রমিকরা প্রতিবাদ করলে, তাঁদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ এছাড়াও নানা রকমভাবে হুমকি দিয়ে গোটা এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে ৷"