কলকাতা ২৬ জুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বৃদ্ধি করল না কলকাতা হাইকোর্ট ৷ বুধবার আদালতের তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ ভোট পরবর্তী হিংসার জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বৃদ্ধি করেছিল হাইকোর্ট ৷
এ দিন এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ৷ সেখানে আদালত জানায়, রাজ্যে আদৌ কেন্দ্রীয় বাহিনী আর প্রয়োজন কি না, সেই ব্যাপারে এবার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে সিদ্ধান্ত নেবে । আপাতত রাজ্যই শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে সেই সব জায়গায়, যেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে । তবে কেন্দ্রীয় সরকার যদি মনে করে রাজ্য সেই দায়িত্ব পালনে কোথাও ব্যর্থ হচ্ছে, তাহলে তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করতে পারে ।
পাশাপাশি এ দিন দুই বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছে ৷ সেগুলি হল - দু’সপ্তাহ পরে আদালতে এই নিয়ে রিপোর্ট পেশ করতে হবে ৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, তার দ্রুত নিস্পত্তি করতে হবে ৷ অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে । যাঁরা এখনও ঘরছাড়া, তাঁদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে ।
এ দিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "রাজ্যের স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়েছে, যাতে স্কুলের জায়গা ছেড়ে দেওয়া হয় । কেন্দ্রীয় বাহিনী অন্যত্র রাখার আর্জি জানানো হয়েছে ।" তিনি আরও বলেন, "শেষ 15 দিন ধরে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা তেমন কিছু ঘটেইনি । আমরা সংবাদপত্রেও তেমন কিছু পাইনি । ফলে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রয়োজনীয়তা আছে কি না, সেটা বিবেচনা করতে আরজি জানাচ্ছি আদালতে ।" রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী রাখা রাজ্যের কাছে বোঝা হয়ে যাচ্ছে ৷ পাশাপাশি তিনি এভাবে কেন্দ্রীয় বাহিনী রাখার এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন ৷