পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুজোয় ডেস্টিনেশন হতে পারে এশিয়ার বৃহত্তম ফিল্ম সিটি হায়দরাবাদের আরএফসি - TRAVEL AND TOURISM FAIR - TRAVEL AND TOURISM FAIR

RAMOJI FILM CITY: আসছে বাঙালির উৎসবের মরশুম ৷ ফি বছর বহু বাঙালিই পুজোয় রাজ্যের বাইরে ঘুরতে যান ৷ ভ্রমণপিপাসু বঙ্গবাসীর বেড়ানোর জায়গার হদিশ দিতে শুরু হয়েছে পর্যটন মেলা ৷ সেখানে হাজির তেলেঙ্গানা পর্যটন খোঁজ দিল রামোজি ফিল্ম সিটির ৷

RAMOJI FILM CITY
আপনার ডেস্টিনেশেন 'রামোজি ফিল্ম সিটি! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 8:16 PM IST

Updated : Jul 12, 2024, 9:10 PM IST

কলকাতা, 12 জুলাই:বিশ্ব বাংলা প্রাঙ্গণে শুরু হয়েছে পর্যটন মেলা ৷ আগামী 14 জুলাই পর্যন্ত চলবে এই মেলা ৷ এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে উপস্থিত ছিলেন পর্যটন শিল্পের প্রতিনিধিরা ৷ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, বেঙ্গালুরু, গুজরাত, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, বিহার ট্যুরিজম, উত্তরাখণ্ড, শ্রীলঙ্কা, অসম, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ট্যুরিজম, ত্রিপুরা ট্যুরিজম, তেলেঙ্গানা-সহ বহু রাজ্য স্টল দিয়েছে এই মেলায় ৷ পাশাপাশি আছে থাইল্যান্ডের মতো দেশও ৷

রাজ্যে চলছে পর্যটন মেলা (ইটিভি ভারত)

সামনেই ছুটির মরশুম ৷ ভ্রমণবিলাসীদের কাছে ছুটি মানেই বেরিয়ে পড়া ৷ কিন্তু কোথায় যাবে, কীভাবে যাবে এবং কী দেখেবে, তা বুঝে উঠতে পারে না ৷ তাদের জন্য এই ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার থেকে তাঁরা যে একাধিক তথ্য পাবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ প্রসঙ্গত, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো ৷ একটা বড় ছুটির মরশুম ৷ প্রতি বছর এই সময়ে অনেকেই রাজ্যের বাইরে ঘুরতে যান ৷ এবার ঘুরতে যাওয়ার জন্য যদি তেলেঙ্গনা বেছে নেন, তবে অবশ্যই ঢুঁ মারতে হবে রামোজি ফিল্ম সিটিতে ৷ এশিয়ার বৃহত্তম ফ্লিম সিটি হিসেবে পরিচিত এটি ৷

138 বছর আগে লাখ লাখ খরচে তৈরি হয়েছিল মাহেশের রথ, রইল ইতিহাস

রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র বলেন, "পুজোর আগে এখানে একাধিক কার্নিভ্যালের আয়োজন করা হয়। এই বছর সেই কার্নিভ্যাল শুরু হচ্ছে 26সেপ্টেম্বর থেকে ৷ চলবে 10 নভেম্বর পর্যন্ত ৷ এটা পৃথিবীর সবথেকে বড় ফিল্ম সিটি ৷ গিনেস বুক হোল্ডার ৷ 100টিরও বেশি লোকেশনে শ্যুটিং হয় এখানে । আর তাই এই জায়গাটা দেখতে বারে বারে মানুষ ছুটে আসে ৷ এই কার্নিভ্যালে একটি থিম আছে ৷ এবারের থিম 'ফিল্ম স্ট্রিট ফেস্ট্রিভ্যাল ৷"

তিনি আরও বলেন, "থিমের এই উৎসবটি মানুষকে উপহার দেবে একটি মোহময় চলচ্চিত্রময় পরিবেশ ৷ কার্নিভ্যাল প্যারেড, গান, নাচ, জাগলার, স্টিল্ট ওয়াকারদের পারফরম্যান্স ৷ হায়দরাবাদে যে কোনও সময়ে যাওয়া যেতে পারে ৷ তবে দুর্গাপুজো এবং কালীপুজোর সময়ে যাওয়া সবথেকে ভালো ৷ কারণ ওই সময়ে না বেশি ঠান্ডা, না বেশি গরম ৷"

উল্লেখ্য, দু’হাজার একর বিস্তৃত এই ফিল্ম সিটিতে বলিউড-সহ একাধিক ভাষার প্রায় 3 হাজারটি সিনেমার শ্যুটিং হয়েছে ৷ এখানে শ্যুটিং ফ্লোর ছাড়াও দেখার আছে আরও অনেককিছু ৷ রয়েছে নানা প্রকারের রাইডস, লেগ গার্ডেন্স, সাহাস অ্যাডভেঞ্চার, বার্ড পার্ক, ম্যাজিক্যাল গ্লো গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন ৷ রয়েছে লাইভ শো দেখার সুযোগ ৷ স্টুডিয়ো ট্যুর করানো হয় নিয়মিত ৷ থাকার জন্য রয়েছে বিলাসবহুল, ঝাঁ চকচকে হোটেল ৷

রবিতে রথযাত্রা, জগন্নাথ-বলরাম-সুভদ্রা যাবেন মাসির বাড়ি

Last Updated : Jul 12, 2024, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details