পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটকেন্দ্র আমের বাগান, হাসিমুখে ভোটারদের অভ্যর্থনা 'ফজলিবাবু'র - Lok Sabha Election 2024

Malda model booth: ভোটকেন্দ্র পুরো আমের বাগান ৷ সেখানে হাসিমুখে ভোটারদের অভ্যর্থনা জানাচ্ছে 'ফজলিবাবু ৷ মডেল বুথে ভোটউৎসবে মাতল মালদাবাসী ৷

ETV BHARAT
ভোটকেন্দ্র আমের বাগান (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 10:07 PM IST

Updated : May 8, 2024, 10:09 AM IST

ভোটকেন্দ্র আমের বাগান (ইটিভি ভারত)

মালদা, 7 মে: সাতসকালে ভোট দিতে গিয়ে তাক লাগল মালদাবাসীর ৷ ভোটকেন্দ্র যে স্কুলে তা তো গোটা একটা আমের বাগান ৷ যেদিকেই চোখ যায়, ল্যাংড়া, হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলিরা যেন হাতছানি দিয়ে ডাকছে ৷ হাসিমুখে ভোটারদের স্বাগত জানাচ্ছেন 'ফজলিবাবু' ৷ সেখান থেকে মানুষজন ভোটের কালি আঙুলে নিয়ে বেরোচ্ছেন দেখে ভ্রম ভাঙে ৷ মালদা শহরের বার্লো গার্লস স্কুল তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মালদার মডেল বুথ ৷ আর সেখানকার থিম জেলার প্রধান অর্থকরী ফসল আম ৷

আমকেই বিভিন্নভাবে তুলে ধরে স্কুলটিকে মডেল বুথ করেছে নির্বাচন কমিশন ৷ প্রবেশদ্বার থেকে শুরু করে গোটা ভোটকেন্দ্র আমে আমে ছয়লাপ ৷ বুথে রয়েছে মালদা জেলার নির্বাচনী ম্যাসকট ‘ফজলিবাবু’৷ রয়েছে সেলফি জোন ৷ মডেল বুথ নিয়ে মানুষের বক্তব্য জানানোর জায়গাও রয়েছে ৷ এছাড়াও রয়েছে পানীয় জল কিংবা প্যাকেটবন্দি ঠান্ডা পানীয়ের ব্যবস্থা-সহ আরও অনেক কিছু ৷ ভোটাররা এমন বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেজায় খুশি ৷

একসঙ্গে ভোট দিতে এসেছিলেন গোপা দাস আর রাজশ্রী ঘোষ ৷ তাঁরা জানালেন, “আগে কখনও এমন সাজানো গোছানো বুথ দেখিনি ৷ এখানে মালদার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে ৷ খুব ভালো লাগছে ৷ পরিবেশও খুব শান্তিপূর্ণ ৷ এমন বুথ হলে ভোটাররাও উৎসাহিত হবেন ৷ একেবারে ভোট উৎসবের বাতাবরণ এখানে ৷ ভোটদানের জন্য এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি ৷”

এ বারই প্রথম ভোট দিলেন ঐশিলা ৷ প্রথমবার ভোট দিয়ে ব্যাপক উৎসাহিত তিনি ৷ বললেন, “এমন পরিবেশে প্রথম ভোট দিলাম ৷ প্রথমবার ভোট দিয়ে টগবগ করে ফুটছি ৷ এখানে যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে একটা আই-ক্যাচি ব্যাপার রয়েছে ৷ সবমিলিয়ে প্রথমবারের ভোট খুব ভালো হয়েছে ৷ মডেল বুথ আমার কাছে বাড়তি পাওনা ৷ আমের দেশে আমের সময় আম দিয়ে সাজিয়ে তোলা ভোটকেন্দ্র ৷ সবমিলিয়ে একটা ভালো লাগার জায়গা ৷ আমি কমিশনকে কুর্নিশ জানাচ্ছি ৷”

আরেক ভোটদাতা সায়ন্তী গুপ্তা বলেন, “আমি আগেও ভোট দিয়েছি ৷ তবে এ বার ভোট দিয়ে খুব ভালো লাগছে ৷ এই বুথেই বরাবর ভোট দিই ৷ এমন সাজানো গোছানো বুথ আগে কখনও দেখিনি ৷ ভীষণ ভালো লাগছে ৷ আমি এই স্কুলেই পড়েছি ৷ তাই আমার ভালো লাগাটা আরও বেশি ৷ বিশেষ করে ফজলিবাবু কনসেপ্ট দারুণ ৷ অনেক ছবি তুলেছি ৷ এবার ফেসবুকে ছাড়ব ৷”

এককথায় জিআই ট্যাগ পাওয়া মালদার আমই রাজ্যে তৃতীয় দফার ভোটরঙ্গে মন কাড়ল আম আদমির ৷ উৎসবের মেজাজে ভোট দিলেন এই কেন্দ্রের ভোটাররা ৷

আরও পড়ুন:

  1. মালদায় 60 পিংক বুথ, 5 মডেল বুথে থিম আম-রেশম শিল্প
  2. আম-মাখনার ছায়া ঢাকা পড়ল রেশম-ভাঙন, মোদির ভাষণে হতাশ জেলাবাসী
  3. বেহাল রাস্তা, ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের
Last Updated : May 8, 2024, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details