জলপাইগুড়ি, 18 এপ্রিল: রাত পোহালেই প্রথম দফায় লোকসভা নির্বাচন । বৃহস্পতিবার সকালেই ডিপার্টমেন্ট অফ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সেনসাস কেন্দ্র (ডিসিআরসি) থেকে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 85 হাজার 963 জন ৷ পুরুষ ভোটার 9 লক্ষ 58 হাজার 611 জন । মহিলা ভোটার 9 লক্ষ 27 হাজার 339 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11528 জন । ডিসিআরসিতে ভোট কর্মীদের জন্য প্রকাশিত ভোট কেন্দ্রের তালিকা ছিড়ে যাওয়ায় প্রথমে বেশ সমস্যায় পরেন তাঁরা ৷ পরে সেই সমস্যার সমাধান করা হয় ৷
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি। থিম বুথের সংখ্যা 13টি । মোট বুথের সংখ্যা 1904টি । জেলায় স্পর্শকাতর বুথে রয়েছে 296টি । যার মধ্যে 198টি অতিস্পর্শকাতর বুথ হিসেবে বিবেচিত । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রয়েছে । ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ,ডাবগ্রাম ফুলবাড়ি,ধুপগুড়ি, মালবাজার ও মেখলিগঞ্জ বিধানসভা । এই লোকসভা কেন্দ্রে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।