ব্যারাকপুর, 27 ডিসেম্বর: জগদ্দল থানার তলবে শুক্রবার হাজিরা না-ও দিতে পারেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জিহাদি যোগ' নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে জগদ্দল থানার পুলিশ এফআইআর দায়ের করে এবং প্রাক্তন সাংসদকে হাজিরার নোটিশ পাঠায় ৷
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এমনই রিপোর্ট দিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছিল ৷ তারপরেই বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করা হয় ৷ এ নিয়ে গত বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ ৷
সেখানে অর্জুন দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিপক্ষকে সরাতে সবরকম পদক্ষেপ করতে পারেন ৷ আর তার জন্য তিনি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ যার পালটা অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সম্মানহানি অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ বৃহস্পতিবার জগদ্দল থানায় নিজের কাউন্সিলর লেটার প্যাডে লিখিত অভিযোগ জানান তিনি ৷