পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘অশান্তি ছড়াতে ডাকা’ নবান্ন অভিযানে ‘পুরোপুরি সংযম’ দেখিয়েছে পুলিশ, দাবি মনোজ ভার্মার - Bengal Police on Nabanna Abhijan - BENGAL POLICE ON NABANNA ABHIJAN

Bengal Police on Nabanna Abhijan: মঙ্গলবার নবান্ন অভিযান গিরে ব্যাপক অশান্তি হয় বিভিন্ন জায়গায় ৷ রাজ্য পুলিশের দাবি অশান্তি ছড়াতেই এই অভিযান হয় ৷ এই অভিযানে পুলিশ সংযম দেখিয়েছে বলেই দাবি পুলিশের শীর্ষকর্তাদের ৷

Bengal Police on Nabanna Abhijan
নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তারা৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 8:16 PM IST

কলকাতা, 27 অগস্ট: অশান্তি ছড়াতেই নবান্ন অভিযান করা হয় মঙ্গলবার ৷ অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনই দাবি করল রাজ্য পুলিশ ৷ তাদের দাবি, আন্দোলনকারীরা অশান্তি ছড়ালেও পুলিশ পুরোপুরি সংযম দেখিয়েছে ৷

এ দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ৷ অরাজনৈতিক এই কর্মসূচি ঘিরে কলকাতা ও হাওড়ার একটা অংশে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয় ৷ আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙা, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার বহু ছবি এ দিন সামনে এসেছে ৷ পুলিশও পালটা জলকামান-টিয়ার গ্যাস ছুঁড়েছে ৷ কোথাও কোথাও পুলিশ লাঠিচার্জ করেছে ৷ কোথাও কোথাও পুলিশও আক্রান্ত হয়েছে ৷

এই অবস্থায় এ দিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা ও কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ সেখানে এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা বলেন, ‘‘এদিন যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তা ছিল বেআইনি । আগেও এই কর্মসূচি শান্তিপূর্ণ ছিল না । দু’টো সংগঠন কর্মসূচি নিয়েছিল ৷ দু’টোই ছিল বেআইনি । এরপরেও পুলিশ পুরোপুরি সংযম দেখিয়েছে । চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে পুলিশ । নিজে রক্তাক্ত হলেও সংযম হারায়নি ।’’

তাঁর আরও দাবি, ‘‘সাধারণ মানুষের উপর অত্যাচার হলে বল প্রয়োগ করতে হয় ৷ আর সেটাই করা হয়েছে । ওদের (আন্দোলনকারীদের) উদ্দেশ্য ছিল যাতে লাশ পড়ে । পুলিশ সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে ।’’

অন্যদিকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার দাবি করেছেন, ‘‘এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা অস্ত্র নিয়েও এসেছিল । কোনোভাবেই একে শান্তিপূর্ণ আন্দোলন বলা যাবে না । পুলিশের তরফ থেকে এই কর্মসূচি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে । গতকাল ও আজ মিলে 245 জনকে গ্রেফতার করা হয়েছে ।’’

তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত নবান্ন অভিযান কর্মসূচিতে 26 জন পুলিশ কর্মী আহত এবং রক্তাক্ত হয়েছেন । ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি, আজকের কর্মসূচি থেকে এমজি রোডে পেট্রল বোমা পাওয়া গিয়েছে ।

একই সঙ্গে পুলিশ-প্রশাসনের তরফ থেকে বুধবারের বনধের কর্মসূচিকেও বেআইনি বলে দাবি করা হয়েছে । সুপ্রতিম সরকারের কথা অনুসারে আদালতের রায় অনুযায়ী যেকোনও বনধ বেআইনি । বুধবার একটি রাজনৈতিক দল বনধ ডেকেছে । আইনশৃঙ্খলা রক্ষায় এই বনধ প্রতিহত করতে নামবে পুলিশ ।

তাঁর কথায়, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ যেমন এই কর্মসূচিতে অংশ নেননি, বুধবারও তাঁরা এই অবৈধ বনধকে প্রত্যাখ্যান করুন । তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন কোনোভাবে কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details