কলকাতা, 27 অগস্ট: অশান্তি ছড়াতেই নবান্ন অভিযান করা হয় মঙ্গলবার ৷ অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনই দাবি করল রাজ্য পুলিশ ৷ তাদের দাবি, আন্দোলনকারীরা অশান্তি ছড়ালেও পুলিশ পুরোপুরি সংযম দেখিয়েছে ৷
এ দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ৷ অরাজনৈতিক এই কর্মসূচি ঘিরে কলকাতা ও হাওড়ার একটা অংশে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয় ৷ আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙা, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার বহু ছবি এ দিন সামনে এসেছে ৷ পুলিশও পালটা জলকামান-টিয়ার গ্যাস ছুঁড়েছে ৷ কোথাও কোথাও পুলিশ লাঠিচার্জ করেছে ৷ কোথাও কোথাও পুলিশও আক্রান্ত হয়েছে ৷
এই অবস্থায় এ দিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা ও কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ সেখানে এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা বলেন, ‘‘এদিন যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তা ছিল বেআইনি । আগেও এই কর্মসূচি শান্তিপূর্ণ ছিল না । দু’টো সংগঠন কর্মসূচি নিয়েছিল ৷ দু’টোই ছিল বেআইনি । এরপরেও পুলিশ পুরোপুরি সংযম দেখিয়েছে । চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে পুলিশ । নিজে রক্তাক্ত হলেও সংযম হারায়নি ।’’
তাঁর আরও দাবি, ‘‘সাধারণ মানুষের উপর অত্যাচার হলে বল প্রয়োগ করতে হয় ৷ আর সেটাই করা হয়েছে । ওদের (আন্দোলনকারীদের) উদ্দেশ্য ছিল যাতে লাশ পড়ে । পুলিশ সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে ।’’