কলকাতা, 28 অগস্ট: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিন সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছ। তাঁরা উর্দি পরে কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনের বাইরে হাতে হকিস্টিক নিয়ে বেশ কয়েকজনকে মারধর করছেন বলে অভিযোগ । এর পরেই গোটা ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। পরে প্রশ্ন উঠতে থাকে কলকাতা পুলিশ কর্মীরা কীভাবে হাতে হকি স্টিক নিয়ে পড়ো তো অবস্থায় থাকতে পারেন ? কীভাবে হকি স্টিক দিয়ে পুলিশের পোশাক পড়ে কয়েকজনকে মারতে পারেন ?
এই বিষয় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "এই প্রকারের ঘটনার কথা জানার পর আমি নিজে সেন্ট্রাল মেট্রো স্টেশনে যাই। যে কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়েছিল তাঁদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে সেখানকার লোকজনকে আমি নিজে অনুরোধ করি যে, অভিযোগ দায়ের করতে। তবে কোনও জায়গা থেকে এখনও পর্যন্ত কোনও রকমের অভিযোগ জমা পড়েনি। এই ঘটনায় ইতিমধ্যেই সেন্ট্রাল মেট্রো স্টেশন মাস্টারের কাছ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সেই দিন এবং সেই মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাওয়া হয়েছে।"